,

Exif_JPEG_420

৩৫তম বর্ষে সিলেটের শাপলা সংঘ পূজা উদযাপন পরিষদ

প্রশান্ত লিটন, সিলেট : সিলেটের ঐতিহ্যবাহী পূজা উদযাপন পরিষদ নগরীর ৮নং ওয়ার্ডের করের পাড়া শাপলা সংঘ এবার তাদের পূজার ৩৫তম বর্ষ উদযাপন করছে।
প্রথম বারের মতো পুর্নাঙ্গ স্থায়ী মন্ডপে অনুষ্ঠিত হচ্ছে এবারের শারদীয় দুর্গাপূজা। করের পাড়া শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গনে ৫দিন ব্যাপী নানান ধর্মীয় বিধি মোতাবেক আয়োজিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ব বৃহৎ এই পার্বণ। অনুষ্ঠান সুচির মধ্যে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় গান, আরতি প্রতিযোগিতা, প্রসাদ বিতরণ।
শাপলা সংঘ পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ছড়াকার, অভিনেতা প্রশান্ত লিটন বলেন আমাদের সকলের সুদীর্ঘ পরিশ্রমের ফল এই অত্যাধুনিক পুজা মন্ডপ। আপনাদের সবার উপস্থিতি আমাদের আনন্দ দেবে। দেবী দুর্গা সবার যেন মংগল করেন সেই লক্ষে আমরা মাতৃ আরাধনায় ব্রতী হয়েছি। আশা করছি সকলের প্রচেষ্টায় সুন্দর, শান্তি পুর্ণ পুজা আমরা উপহার দিতে পারব। সিলেট মহানগর হিন্দু মহাজোটের সভাপতি রজত চক্রবর্তী, সহ সভাপতি সুমিত দেব, সাধারণ সম্পাদক রিপন ঘোষ সবাইকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে বলেন আপনাদের সবাইকে সিলেটের করের পাড়া শাপলা সংঘ পূজা কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ রইলো।


     এই বিভাগের আরো খবর