,

তৃণমূল মানুষের চিকিৎসা সেবায় শায়েস্তাগঞ্জের সেবা হোমিও ক্লিনিকের সোহেল

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, শায়েস্তাগঞ্জ : শায়েস্তাগঞ্জ উপজেলায় পৌর শহরে তৃণমূল মানুষের চিকিৎসা সেবায় সফল করেছেন “সেবা হোমিও ক্লিনিক” এর চিকিৎসক মোঃ আশফাক হোসেন চৌধুরী সোহেল।
জানা যায়, বানিয়াচং উপজেলার কাগাপাশা গ্রামের মাওলানা আব্দুস সোবান (৫) বর্তমানে তিনি সিলেট শহরের বালুচর এলাকায় হাফিজিয়া মাদ্রাসায় শিক্ষক হিসেবে রয়েছেন এবং তার দেহে পিত্ত পাথরী ধরা পড়ে। দেশের বিভিন্ন স্থানে বহু চিকিৎসা নেওয়ার পর কোনো আরোগ্য হয়নি। অপারেশন ছাড়া কোনো ঊপায় ছিল না। মৌলভীবাজার জেলা সদরের তার এক বন্ধু এবং নিজ উপজেলার কয়েকজন রোগীর পিও পাথরী আরোগ্য হওয়াদের মাধ্যমে খবর পেয়ে ঠিকানা নিয়ে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার পৌরশহরে বিরামচর রোডে উপজেলা নির্বাহী অফিসের পাশর্^বতী “সেবা হোমিও ক্লিনিক”। আব্দুস সোবান চিকিৎসার জন্য সেবা হোমিও ক্লিনিকে আসলেন। চিকিৎসক সোহেল চৌধুরী মাওলানা আব্দুস সোবানকে শুধুমাত্র দুই শত টাকার হোমিও ঔষধ দেন গত ২৪ সেপ্টেম্বর (শনিবার)। এ ঔষধ সেবন করে তার দেহ থেকে ১০ অক্টোবর (সোমবার) ৬টি পিও পাথরী বের হলে তিনি এখন আরোগ্য লাভ করেন। গতকাল মঙ্গলবার আব্দুস সোবান ৬টি পিও পাথরই নিয়ে এলেন চিকিৎসক মোঃ আশফাক হোসেন চৌধুরী সোহেল এর কাছে এবং নিয়ে গেছেন আরো কিছু হোমিওপ্যাথিক ঔষধ। শুধু তিনি নয়, সেবা হোমিও ক্লিনিক থেকে মৌলভীবাজার জেলা শহরের খসরু মিয়া (৫৫), শায়েস্তাগঞ্জ রেল স্টেশন রোড এলাকার পানাহার হোটেল এন্ড রেস্টুরেন্ট এর আব্দুর রহিম (৫২), বানিয়াচং উপজেলার খাগাপাশা গ্রামের আল-আমীন (৪০), মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের মোঃ আবু বক্কর (৫৪) সহ ৫ শতাধিক রোগী সেবা হোমিও ক্লিনিকের ঔষধ নিয়ে মুএ পাথরী ও হপিও পাথরী আরোগ্য হয়েছে। এছাড়া নানা জটিল রোগও আরোগ্য হয়েছে। তিনি অনেক সময় অসহায় হতদরিদ্র রোগীদের ফ্রিতেচিকিৎসা দিয়ে থাকেন।


     এই বিভাগের আরো খবর