,

জমে উঠেছে জেলা পরিষদ নির্বাচন :: নবীগঞ্জে সাধারণ সদস্য আসনে ৩, সংরক্ষিত আসনে ২ প্রার্থী

জাবেদ তালুকদার : আর মাত্র ৪ দিন বাকী। ইতিমধ্যে জমে উঠেছে হবিগঞ্জ জেলা পরিষদের নির্বাচন। জেলা পরিষদের ৩নং ওয়ার্ডে সাধারণ আসন নবীগঞ্জ উপজেলায় ৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত নির্বাচনে সাবেক সদস্য আব্দুল মতিন আছাব (হাতি), শেখ শফিকুজ্জামান শিপন (টিউবওয়েল) এবং সাংবাদিক আব্দুল মুহিত (সিএনজি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধিতা করছেন। সংরক্ষিত আসন নং-১ (নবীগঞ্জ, বানিয়াচং ও আজমিরীগঞ্জ) এলাকায় দু’জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। তারা হলেন সাবেক প্যানেল চেয়ারম্যান ও বানিয়াচং জনাব আলী কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস, নবীগঞ্জের বধু শিরীন আক্তার (দোয়াত কলম) এবং বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাহেলা হক (ফুটবল)। প্রার্থীরা ইতিমধ্যে স্ব স্ব নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে চষে বেড়াচ্ছেন। ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত নবীগঞ্জ উপজেলার নির্বাচিত জনপ্রতিনিধিগণ ভোটার হিসেবে তাদের ভোটারধিকার প্রয়োগ করবেন। নির্বাচনে সাধারণ আসনের ৩ জন প্রার্থীর মধ্যে দুইজন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় রয়েছেন। তবে নির্বাচনে কালো টাকার ছড়াছড়ির গুঞ্জন রয়েছে। ৫০ হাজার থেকে লাখ টাকা ভোটার প্রতি হাকা হচ্ছে বলে শুনা যাচ্ছে। শেষ পর্যন্ত কে হবেন জেলা পরিষদের নির্বাচনে নবীগঞ্জ উপজেলার সদস্য নিশ্চিত করে বলা যাচ্ছে না। নবীগঞ্জ উপজেলায় ১৮৫ জন ভোটার রয়েছেন। কিন্তু নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ডাঃ মুশফিক হোসেন চৌধুরীকে এ উপজেলার ভোটারগণ শতভাগ ভোট তার ঘোড়া প্রতীকে প্রদানে নিশ্চিত আবাস পাওয়া গেছে। সংরক্ষিত মহিলা আসনে শিরীন আক্তার ও রাহেলা হক আলোচনায় রয়েছেন। শেষ মুহুর্তের প্রচারনায় কার ভাগ্যে কি লেখা আছে তা বলা মুশকিল। নির্বাচনের আর মাত্র ৪ দিন বাকী। ১৭ই অক্টোবর অনুষ্ঠিত হবে নির্বাচন। নবীগঞ্জ উপজেলার ভোটার কেন্দ্র হচ্ছে নবীগঞ্জ হিরা মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়। গেল নির্বাচনে এ উপজেলায় ৩ জন সদস্য থাকলেও এবারের নির্বাচনে সারা উপজেলায় ১ জন সদস্য নির্বাচিত হওয়ার বিধান রাখা হয়েছে। এই নির্বাচনে কে হবেন আগামী দিনের নবীগঞ্জ উপজেলার সদস্য তা নিয়ে ভোটারসহ সাধারণ মানুষের মাঝে কৌতুহল রয়েছে।


     এই বিভাগের আরো খবর