,

সার্টিফিকেট জটিলতায় মামলার ঝট বিপাকে বাদী ও তদন্ত কর্মকর্তারা

স্টাফ রিপোর্টার : সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেয়া বিভিন্ন মারামারি ঘটনার ভর্তিকৃত রোগী, বিভিন্ন ভিকটিমদের মেডিকেল পরীক্ষার সাটিফিকেট দিতে বিলম্ব হওয়ায় বিচারপ্রার্থীরা পড়ছেন চরম বিপাকে। বিড়ম্বনার শিকার মামলার তদন্ত কর্মকর্তাগণও। সাটিফিকেট এর জন্য মাসের পর মাস অপেক্ষা করতে গিয়ে মামলার ঝট সৃষ্টি হয়েছে। সিলেট ও হবিগঞ্জ থেকে ওই গুলির ঘটনার সাটিফিকেট আসতে কমপক্ষে ৫/৭ মাস থেকে কোন কোন সময় এক বছর সময়ও লাগে। ফলে বিচার প্রার্থী মামলার বাদী-বিবাদীদের ভোগান্তির অন্তনেই।
সুত্রে জানাযায়, উপজেলার বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনায় আহত লোকদের গুরুতর অবস্থায় সিলেট বা হবিগঞ্জ হাসপাতালে রেফার করেন ডাক্তার। এ সংক্রান্ত মামলা থানায় বা আদালতে দায়ের হওয়ার পর শুরু হয় সাটিফিকেট বিড়ম্বনা। মামলার তদন্ত কর্মকর্তা এমসি’র জন্য সংশ্লিষ্ট হাসপাতালে পত্র লিখার পর একাধিকবার তাগিদপত্র প্রেরণ করলেও ৫/৭ মাসের আগে কোন সাটিফিকেট তাদের হাতে পৌছে না। এতে তদন্ত কর্মকর্তা বিজ্ঞ আদালতে বা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জবাবদিহিতার শেষ নেই। কি কারনে এই সাটিফিকেট সিলেট বা হবিগঞ্জ হাসপাতাল কর্তৃপক্ষ দিলে এত বিলম্ব করেন তা কেউ বলতে পারছেন না। এটা যেন ডাক্তাদের রাম রাজত্বের মতো। এছাড়া নারী ও শিশু নির্যাতন মামলায় ভিকটিমদের হবিগঞ্জ আধুনিক হাসপাতালে মেডিকেল পরীক্ষার রির্পোট আসতে অনুরুপভাবে বিলম্ব হয়ে থাকে। এতে মামলার বাদী পক্ষ থানায় ও হাসপাতালে ধর্ণা দিতে দিতে ক্লান্ত হয়ে পড়েছেন। হয়রানী শিকার হচ্ছেন বাদী-বিবাদী ও তদন্ত কর্মকর্তাগণ। ন্যায় বিচার পাওয়ায় আসায় অনেকেই সাটিফিকেট বিড়ম্বনায় আক্ষেপ করে বলেন, ভিক্ষা চাই না কুত্তা সামলাও অবস্থা তাদের। বিষয়টি দেখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষ নজর দেয়ার দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।


     এই বিভাগের আরো খবর