,

হবিগঞ্জে কর্মজীবি মহিলাদের ভাতা প্রদান অনুষ্টানে এমপি আবু জাহির আজকের শিশুরা আগামী দিনের হাল ধরবে

সজিব ইসলাম ॥ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। একজন মা সুস্থ থাকলে এবং যথাযথ পুষ্টি নিশ্চিত হলে তার সন্তানও ভাল থাকবে। একজন সুস্থ মানুষ হয়ে আজকের শিশুরা (৩য় পৃষ্টায় দেখুন) আগামী দেশের হাল ধরবে। তিনি গতকাল রবিবার সকালে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত কর্মজীবি মহিলাদের ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিলের ভাতা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন। হবিগঞ্জ জেলা প্রশাসক সাবিনা আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, সিভিল সার্জন মোঃ নাছির উদ্দিন ভূইয়া, হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র পিয়ারা বেগম, কাউন্সিলর গৌতম রায়, জুনায়েদ আহমেদ, মোঃ আলমগীর, সালমা আক্তার চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে হবিগঞ্জ পৌর এলাকার ৭৫০ জন মা’কে ৯০ লাখ টাকা বিতরণ করা হয়। উল্লেখ্য, গত ২০১২-১৩, ২০১৩-১৪ অর্থবছরে ৬৫০ জন উপকারভোগী ছিল এবং ৪০০ টাকা হারে ভাতা প্রদান করা হত। চলতি অর্থবছরে এর পরিমাণ বৃদ্ধি করে ৭৫০ জন এবং জনপ্রতি ৫০০ টাকা হারে বর্ধিত করা হয়েছে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা এবং পৌরসভার কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর