,

বাহুবলে আকিজ কোং’র জায়গা ভরাটে বাধা দেয়ায় ২ ইউপি সদস্যকে মারধর

বাহুবল প্রতিনিধি : বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের পশ্চিম আব্দাকামাল গ্রামের পাশে আকিজ কোম্পানীর জায়গা ভরাট কাজে স্থানীয় এক সিন্ডিকেটের মাধ্যমে মাটি ভরাটকরণের কাজ চলছে। বিগত বছর খানেক ধরে চলমান কাজে এলজিইডির নিয়ন্ত্রণাধীন ডুবাঐ বাজার হতে ফতেহপুর রাস্তা দিয়ে প্রতিদিন শতাধিক মাটি, বালু ও পাথর বোঝাই ট্রাক্টর, ড্রাম ট্র্রাক চলাচল করায় প্রায় দেড় কিলোমিটার রাস্তাটি ভেঙ্গে চুর্ণবিচুর্ণ হয়ে বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়। গাড়ির চাকার চাপে রাস্তার দুপাশে অধিকাংশ স্থানেই ফাটল দিয়ে জমিতে ভেঙ্গে মিশে গেছে। এমতাস্থায় ছোট ছোট যান বাহন চলাচল করতে সমস্যার সৃষ্টি হচ্ছে। ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এভাবেই গত মঙ্গলবার ভোর রাতে একটি বালু বোঝাই ড্রাম ট্রাক আনলোড শেষে ফেরার পথে আব্দাকামাল গ্রামের ব্র্রীজের পাশে রাস্তার গাইড ওয়াল ভেঙ্গে উল্টে খালে পড়ে যায়। ফলে জনদুর্ভোগ সৃষ্টি হলে স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জুল হক রাহিন, ২ মেম্বার আবিদুর রহমান ও বিকাশ চন্দ্র দাসসহ স্থানীয় বিশেষ ব্যক্তিবর্গ ঘটনাস্থলে গিয়ে বড় বড় ভারী যানবাহনের লোকজনকে রাস্তায় ভারী যানবাহন চলাচলে আপত্তি জানান। এই আপত্তির কথা তাৎক্ষণিক সিন্ডিকেট সদস্যদের কাছে পৌছে যায়। সংবাদ পেয়ে সিন্ডিকেট প্রধান দেবীপুর গ্রামের শফিক মিয়া, আব্দাকামাল গ্রামের কাজল মিয়া, নাছির মিয়া, জীবন মিয়াসহ সন্ত্রাসীরা চেয়ারম্যানের সামনেই মেম্বার আবিদুর রহমান ও বিকাশ চন্দ্র দাসকে অতর্কিত মারধর করে। স্থানীয়দের সহায়তায় সন্ত্রাসীয় হামলায় আহতরা বাহুবল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। ঘটনার সংবাদ পেয়ে বাহুবল থানার এসআই ফারুকের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে নাছির ও কাজলকে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সিন্ডিকেটের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছিল। এ ব্যাপারে এলজিইডির প্রকৌশলী রাকিব হাসানের কাছে জানতে চাইলে তিনি বলেন-রাস্তায় ভারী যানচলাচলে আমরা কোম্পানীকে চিঠি দিয়েছি। ভারী যান চলাচল করবে না মর্মে কোম্পানী র্কর্তৃপক্ষ আমাদেরকে আশ্বস্ত করেন। এর পরও চলাচল করলে আমরা উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। স্নানঘাট ইউপি চেয়ারম্যান তোফাজ্জুল হক রাহিন বলেন- দীর্ঘদিন ধরে স্থানীয় রাস্তাটি দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ভারী যানবাহন চলাচল করাচ্ছে আকিজ কোম্পানী কর্তৃপক্ষ। ফলে রাস্তাটি ধসে পড়ায় চলাচলে বিঘ্ন ঘটে। এমতাবস্থায় আমার ইউপি মেম্বারগণ বাধা দিলে সিন্ডিকেটের সদস্য কাজল, নাছির, শফিকসহ তাদের লোকজন মেম্বারদের মারপিট করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। ফুসে উঠছে সিন্ডিকেটের বিরুদ্ধে সাধারণ মানুষ। যারা ব্যবসায় অর্থ ও পেশি শক্তির যোগান দিচ্ছেন। এই সুযোগে স্থানীয় সিন্ডিকেটের সদস্যরা সুযোগ বুঝেই স্থানীয় লোকজনের কৃষি জমি কৃষকদের বেকায়দায় ফেলে কমমূল্যে বিক্রি, বালু, পাথর, জোর করেই মাটির ব্যবসায় কৃষকের জমির ব্যবহার ইত্যাদির মাধ্যমে এক বিশাল অরাজকতা তৈরী করা হয়েছে। প্রভাবশালীদের ভয়ে স্থানীয় লোকজন নিরবেই সহ্য করে যাচ্ছেন অত্যাচার নির্যাতন। এ ব্যাপারে আহত মেম্বার আবিদুর রহমান জানান- রাস্তা নিয়ে সিন্ডিকেটদের সাথে বাক বিতন্ডা হওয়ায় অন্যায়ভাবে আমাদের উপর হামলা চালায়।


     এই বিভাগের আরো খবর