,

নবীগঞ্জের বাগাউড়া গ্রামের আবু বকর ভাংচুর ও চুরির মামলায় জেল হাজতে

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের মৃত- আফছর উল্লাহর পুত্র আবু বকর মিয়াকে জেলা হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।
মামলা সূত্রে জানা যায়- বিগত ১৩ মার্চ ২০২২ইং রোজ রোববার উপজেলার ২নং পূর্ব বড়ভাকৈর ইউনিয়নের বাগাউড়া গ্রামের লন্ডন প্রবাসী তসুদ মিয়া ওরফে নাজিমুল হকের বাড়ীতে ডুকে অন্যায়ভাবে একই গ্রামের মৃত-আফছর উল্লাহর পুত্র আবু বকর মিয়া, তফুর মিয়া, আবু তাহের, মৃত- আব্দুল হান্নানের পুত্র অপু মিয়া, তফুর মিয়ার পুত্র আবু সাঈদ, রিয়াজ মিয়া, আবু বকর মিয়ার পুত্র আবু সালেহ ও হোসাইন মিয়ার বিরুদ্ধে বাড়ী থেকে ২টি এসি, ২টি টিভি, ২টি ডিভিটি, ১টি দামী স্যামসাং মোবাইল, ৪টি সিসি ক্যামেরাসহ ঘরের বিভিন্ন ধরণের যন্ত্রপাতি সহ সর্বমোট ৬, লক্ষ ৯২ হাজার ৫ শত টাকা মূল্যের জিনিসপত্র ভাংচুর ও চুরি করে নিয়ে যায়। ওই ঘটনায় কেয়ারটেকারে দায়িত্বে থাকা একই গ্রামের মৃত- জালাল উদ্দিনের পুত্র আলীনুর পাশা বাদী হয়ে গত ৪ এপ্রিল ২০২২ইং হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৫) আদালতে মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালতের নির্দেশে নবীগঞ্জ থানার এসআই দুর্গা কুমার দেব দীর্ঘ তদন্ত শেষে আসামীগণের বিরুদ্ধে ১৪৩/৪৪৭/৪৪৮/৩৭৯/৩৮০/৪২৭/৩৪ ধারা প্রমানিত হওয়ায় সি.আর.মামলা নং ১৭৫/২২ (নবী), স্মারক নং ৩৯২, ৬ এপ্রিল ২০২২ইং তারিখে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কগনিজেন্স কোর্ট নং ০৫ আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। ওই মামলায় গত ১৩ অক্টোবর বৃহস্পতিবার বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আফছর উল্লাহর পুত্র আবু বকর মিয়া হাজির হলে তার বিল না মঞ্জুর করে তাকে জেলা হাজতে প্রেরণ করেন।


     এই বিভাগের আরো খবর