,

হবিগঞ্জ সদর হাসপাতালের এক্সরে মেশিনটি ২ মাস ধরে বিকল ॥ রোগীদের দুর্ভোগ

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের এক্সরে মেশিনটি প্রায় ২ মাস ধরে বিকল হয়ে আছে। হাসপাতালটি জনবহুল এলাকায় অবস্থিত। এ হাসপাতালে ৮ উপজেলা এবং কিশোরগঞ্জের কিছু অংশের জনগণ স্বাস্থ্যসেবা গ্রহণ করে থাকে। মেশিনটি মেরামত করার যেন কারোরই কোন উদ্যোগ নেই। গত ২ মাস ধরে এক্সরে মেশিনটি অকেজো হওয়ায় রোগীরা বাইরের ক্লিনিক থেকে এক্সরে করে হয়রানির শিকার হচ্ছে এবং সরকারি হাসপাতালের চেয়েও অনেক টাকা বেশি গুণতে হচ্ছে রোগীদের। যার ফলে গরীব রোগীরা আর্থিকভাবেও সরকারি চিকিৎসা সেবা হতে বঞ্চিত হচ্ছে। অপরদিকে সরকার মাসে লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে। এ হাসপাতাল থেকে ১০ লক্ষাধিক মানুষের দুর্ভোগ লাঘবে মেশিনটি সচলের প্রয়োজন বলে মনে করছেন ভুক্তভোগীরা। মেশিনটি বিকল হওয়ার আগে প্রতিদিন আল্ট্রাসনোগ্রাম থেকে ৩/৪ হাজার টাকা ও এক্সরে থেকে ২/৩ হাজার টাকা সরকারি কোষাগারে জমা হত। মেশিনটি বিকল হওয়ায় সরকারি কোষাগারে কোনো টাকা জমা হচ্ছে না। পাশাপাশি সরকারি হাসপাতালে ৭০ টাকার স্থলে বাইরের ডায়াগনস্টিক সেন্টারগুলোতে ২৫০ টাকা, আল্ট্রাসনোগ্রাম সরকারি পিপি ১১০ টাকার স্থলে বাইরে ৩৫০/৪০০ টাকা, হোল-এ্যাবডোমেন ২২০ টাকার স্থলে বাইরে ৪০০/৫০০ টাকা আদায় করে নিচ্ছে। ডায়গোনষ্টিক সেন্টারের সাথে সমঝোতা করেছে হাসপাতালের চিকিৎসকরা। এসব সচল করার জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি দেয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। এব্যাপারে আরএমও মহসিন করিম জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট নতুন মেশিনের জন্য আবেদন করা হয়েছে। অচিরেই নতুন মেসিন আসবে।


     এই বিভাগের আরো খবর