,

পেঁয়াজু বিক্রি করে স্বাবলম্বী মাধবপুরের সমির দেব

মাধবপুর প্রতিনিধি : ২৫ বছর আগে সামান্য কিছু টাকা পুঁজি নিয়ে জীবন যুদ্ধে পেঁয়াজুর ব্যবসা করে স্বাবলম্বী হয়েছেন মাধবপুর উপজেলার আহম্মদপুর গ্রামের সমির দেব। ব্যবসার শুরুতে ১টাকা দরে ৪টি পেঁয়াজু এবং বর্তমানে দুই টাকা করে প্রতি পিচ পেঁয়াজু বিক্রি করে এখন তিনি স্বাবলম্বী। এই সুস্বাদু পেঁয়াজু খেতে ভিড় করেন দূর– দূরান্তের মানুষ। জানা গেছে, পরিবাররের একমাত্র উপার্জন বাবা মারা যাওয়ার পর পরিবারের ৪ বোন ১ ভাই ও মাসহ দায়িত্ব পড়ে সমির দেবের উপর। সংসারে হাল ধরতেই কোনো উপায় না পেয়ে বাজারের পুরনো ব্যবসায়ী মৃত খোকন ওরফে রাখাল দেব বাবার পথ অনুসারে এলাকার ছোট্ট বাজার কালির-বাজারে শুরু করেন পেঁয়াজু বিক্রির কাজ। তার এই সুস্বাধু পেঁয়াজু খেতে ছুঁটে আসে এলাকারসহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়নের ক্রেতারা। পেঁয়াজু বিক্রি করে জায়গা জমির পাশাপাশি গড়েছেন নিজের বাড়ি ও বিয়ে দিয়েছেন বোনদের। বর্তমানে তার দোকানে একমাত্র ছেলে লেখা-পড়ার পাশাপাশি কাজের সহযোগীতা করেন। সমির দেব বলেন, প্রতিদিন ৬-৭ হাজার টাকা এমন গ্রাম অঞ্চলে বেচাকেনা করে নিজের ভাগ্যের চাকা পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবার-পরিজন নিয়ে সুখেই দিন কাটছে এবং স্বচ্ছলতা ফিরেছে ব্যবসা করে এমনটাই জানালেন স্বাবলম্বী ব্যবসায়ী সমির দেব। বাজারের ফার্মেসী ব্যবসায়ী রাজু আহমেদ জানান, সমির দেবের এই স্বাবলম্বী হওয়ায় এলাকার বেকার যুবকদের মাঝে অনুপ্রেরণা জোগাবে। সততা নিষ্ঠা ও পরিশ্রম যে কাউকে সাফল্যের দিকে পৌঁছে দিতে পারে সেটাই করে দেখালেন মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আহম্মদপুর গ্রামের সমির দেব।


     এই বিভাগের আরো খবর