,

Exif_JPEG_420

নানা সমস্যায় জর্জরিত হবিগঞ্জ সদর হাসপাতাল :: একই ওয়ার্ডে পুরুষ-মহিলার চিকিৎসা

জুয়েল চৌধুরী : হবিগঞ্জে নবনির্মিত ২৫০ শয্যা হাসপাতালটি নানা সমস্যায় জর্জরিত। একদিকে পানির সংকট, অন্যদিকে চিকিৎসা নিতে আসা রোগীরাও চরম ভোগান্তিতে পড়েছেন। পাশাপাশি টয়লেটের ময়লা আবর্জনার লাইন বন্ধ হয়ে যাওয়ায় নিষ্কাষণ না হয়ে চারদিকে দুগর্ন্ধ ছড়াচ্ছে। এতে করে সুস্থ হতে আসা রোগীরা আরও অসুস্থ হয়ে পড়ছেন। মাত্র কয়েক বছর আগে কোটি কোটি টাকা ব্যয়ে নবনির্মিত হাসপাতালটির এরকম দৈন্যদশা। কিছুদিন আগে পুরাতন ভবন থেকে শিশু ও মেডিসিন ওয়ার্ড ১০ ভবনে স্থানান্তর করা হয়েছে। এর মাঝে শিশু ওয়ার্ড ৫ তলা, মেডিসিন ও পুরুষ ওয়ার্ড ৭ তলায়। বিশাল ভবনে পুরুষ ও মহিলা মিলে ৬৯টি সিট রয়েছে এবং ৪ টি কেবিন রয়েছে। তাছাড়া পুরুষ ও মহিলা মেডিসিন ওয়ার্ড পাশাপাশি হওয়ায় চিকিৎসা নিতে আসা রোগীরাও পড়েছেন বিপাকে। সিট ভরপূর্ণ থাকায় অনেক রোগীরা মেঝেতে পড়ে চিকিৎসা নিতে হয়। এ ছাড়া অনেকগুলো ওয়ার্ডের টয়লেট, পানির ট্যাপ বিকল। পাশাপাশি বাথরুমের ময়লা ড্রেনে পড়ে থাকায় দুগর্ন্ধ ছড়িয়ে হাসপাতালের পরিবেশ নষ্ট হচ্ছে। অথচ ৪র্থ ও ৬ষ্ট তলা অযথাই পড়ে আছে। গতকাল সরেজমিনে গিয়ে হাসপাতাল ঘুরে এ দৃশ্য দেখা যা।
যদি পুরুষ বা মেডিসিন ওয়ার্ড আলাদা করা হয় তবে এরকম সমস্যা হতো না বলে মনে করছেন রোগীরা স্বজনরা।


     এই বিভাগের আরো খবর