,

শহরে হুট করে চিনির দাম দ্বিগুণ :: মনিটরিংয়ের দাবি

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের বিভিন্ন দোকানে চিনির দাম হঠাৎ করে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। গত কিছুদিন আগেও চিনির যে দাম ছিলো বর্তমানে তা দ্বিগুণ হয়ে দাড়িয়েছে। গতকাল সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিভিন্ন চায়ের দোকানে ক্রেতা-বিক্রেতাদের মাঝে চা খাওয়া নিয়ে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটছে। বিক্রেতাদের দাবি চিনির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় চায়ের দাম ৮ থেকে ১০ টাকা করে নেয়া হচ্ছে। তারা আরও বলেন, সবকিছুরই দাম বেড়েছে। কিন্তু চা ৫ টাকাই রয়ে গেছে। বিভিন্ন দোকানে যে চিনি ৭০-৮০ টাকায় বিক্রি হতো বর্তমানে তা ১শ থেকে ১২০ টাকায় বিক্রি করা হচ্ছে। তবে এসব চিনির দাম সিন্ডিকেটের মাধ্যমে বাড়িয়ে দেয়া হয়েছে বলে দাবি মানুষের। তাছাড়া অধিকাংশ দোকানেই মূল্য তালিকা নেই। ফলে ক্রেতাদের কাছ থেকে ইচ্ছামাফিক দাম আদায় করছেন। অচিরেই যদি এসব ব্যবসা প্রতিষ্ঠানে মনিটরিং না করা হয় তাহলে দিন দিন নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়ানো হবে।


     এই বিভাগের আরো খবর