,

জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

স্টাফ রিপোর্টার : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ স্লোগান নিয়ে হবিগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়েছে। গতকাল শনিবার সকালে এ উপলক্ষে বিকাল ৪ টার দিকে সদর থানা থেকে এক র‌্যালী বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বেবিষ্ট্যান্ড মোড়ে পথ সভায় মিলিত হয়।
এ সময় বক্তব্য রাখেন সিলেট বিভাগের শ্রেষ্ঠ ও পুরস্কারপ্রাপ্ত পুলিশ সুপার এসএম মুরাদ আলি, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, মাফরোজা আক্তার শিমুল, সদর মডেল থানার ওসি গোলাম মর্তুজা, মোটর মালিক সমিতির সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায়, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সজিব আলী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, ডাক্তার জমির আলী, আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন বুলবুল, প্রেসকাবের সভাপতি রাসেল চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী প্রমুখ। র‌্যালি ও সভা পরিচালনা করেন ট্রাফিক ইন্সপেক্টর মোহাম্মদ উল্লাহ। এ সময় সিনিয়র সাংবাদিক জুয়েল চৌধুরীকে বেবিষ্ট্যান্ড এলাকায় হেলমেট পড়িয়ে দেন পুলিশ সুপার এসএম মুরাদ আলি।


     এই বিভাগের আরো খবর