,

নবীগঞ্জে সাবেক কাউন্সিলর প্রানেশ দেব’র বিরুদ্ধে গ্রামের আখড়ার কোটি টাকার জমি প্রতারণার মাধ্যমে দখলে নেওয়ায় আদালতে মামলা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের বিরুদ্ধে গয়াহরি গ্রামের সার্বজনীন আখড়ার সেবায়েতকে প্রলোভন দিয়ে কোটি টাকার মূল্যে প্রায় ৩ একর জমি জাল জালিয়াতির মাধ্যমে দখলে নেওয়ায় আদালতে মামলা।
অভিযোগ জানা যায়- গত বুধবার (১৮ অক্টোবর) গয়াহরি গ্রামের শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়া কমিটির সভাপতি সুবল চন্দ্র দেব, সাধারণ সম্পাদক সমীরন দাশ ও কোষাধ্যক্ষ নিতেশ দাশ বাদী হয়ে সাবেক পৌর কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেব, সেবায়েত হরিদাশ মোহন্ত’র বিরুদ্ধে প্রতিকার চেয়ে হবিগঞ্জ সহকারী জজ আদালত নবীগঞ্জ, হবিগঞ্জ আদালতে স্বত্ব মোকদ্দমা ২১৬/২০২২ইং মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ড গয়াহরি গ্রামের শ্রী শ্রী সার্বজনীন গোবিন্দ জিউড় আখড়ার সম্পত্তি গয়াহরি মৌজাস্থ ৮৮ খতিয়ানের ৪০৮, ৪০৯ ও ৪৮১ দাগে অবস্থিত ৩ একর জায়গা গত ০৭/০৬/২০২১ইং তারিখে সম্পাদিত ও রেজিস্ট্রীকৃত মুলে ২২৮৭নং কবলা মূলে পোষ্য পুত্র হিসেবে বিক্রয় করেন আখড়ার সেবাইত হরিদাশ মোহন্ত। বিধি মোতাবেক আখড়ার সম্পত্তি বিক্রি করার ক্ষমতা সেবায়েত হরিদাশ মোহন্ত’র নেই। কিন্তু তিনি কিভাবে আখড়ার সম্পত্তি বিক্রয় করেন এ নিয়ে ঐ গ্রামের সাধারন মানুষের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। পৌরসভার সাবেক কাউন্সিলর ও শ্রী শ্রী গবিন্দ জিউড় আখড়া কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রানেশ চন্দ্র দেব ধর্মীয় বিশৃংখলা সৃষ্টি করার জন্য উদ্দেশ্যে প্রনোদিতভাবে অন্যায় ও প্রতারনার আশ্রয় নিয়ে কাগজপত্র জালিয়াতি করে সেবায়েত হরিদাশ মোহন্ত’র নিকট থেকে দলিল রেজিষ্ট্রিমুলে নিজের নামে নিয়ে যায়।
উল্লেখ্য যে, প্রথমে আখড়ার সেবাইত হরিদাস মোহন্ত দু’ফসলার কোটি টাকার জমি প্রায় ৭/৮ লাখ টাকার বিনিময়ে তৎকালীন কাউন্সিলর প্রানেশ চন্দ্র দেবের নিকট লীজ দেন। যা পরবর্তীতে সে বেআইনীভাবে শ্রেণী পরিবর্তন করে।
এছাড়াও সেবাইত হরিদাশ মোহন্ত’র বিরুদ্ধে প্রায় ২০ একর ভূমি সম্পত্তি বন্ধক, লীজ, শ্রেণী পরিবর্তন, মাটি বিক্রিসহ প্রায় ১ কোটি টাকা আত্মসাতের অভিযোগ দেন বিগত ২৫ এপ্রিল ২০১৯ইং নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আতাউল গণি ওসমানীর নিকট শ্রী শ্রী গোবিন্দ জিউড় আখড়া কমিটির নেতৃবৃন্দ।
এভাবে সার্বজনীন ধর্মীয় প্রতিষ্ঠানের ভুমি প্রতারনার আশ্রয় নিয়ে আত্মসাত করায় গ্রামের সনাতন ধর্মালম্বীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় এ বিষয়টি নিয়ে দাঙ্গা হামঙ্গামার সম্ভাবনা রয়েছে।


     এই বিভাগের আরো খবর