,

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত শনিবার (২২ শে অক্টোবর) বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় পত্রিকায় “মাধবপুরে ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার ইট তুলে নেয়ার অভিযোগ” শিরোনামে একটি নিউজ আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃতপক্ষে রাস্তার ইট তুলে নেয়ার কোন ঘটনা ঘটেনি। রাস্তার এই অংশটি ট্রাক্টর ও বিভিন্ন যানবাহন চলাচলের কারণে খানাখন্দের সৃষ্টি হয়। আমি জনগণের চলাচলের সুবিধার জন্য নিজের টাকায় বালু এনে রাস্তাটি মেরামত করে দেই। কিন্তু আমার প্রতিপক্ষ সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে মিথ্যা সংবাদ পরিবেশন করিয়েছে। আমি একজন স্বচ্ছল ব্যাবসায়ী। মানুষকে বিভিন্ন সময়ে সহযোগিতা করার কারণে স্থানীয় জনসাধারণ গত ইউপি নির্বাচনে জোড়াজুরি করে প্রার্থী হতে বাধ্য করে এবং বিপুল ভোটে নির্বাচিত করে। পরবর্তীতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের ভোটে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হই। প্রতি মাসে আমি অসহায় লোকজনকে ২০/৩০ হাজার টাকা সাহায্য করি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হয়েছে।

মোঃ আবজল চৌধুরী
ইউপি সদস্য (প্যানেল চেয়ারম্যান)
৫নং আন্দিউড়া ইউনিয়ন পরিষদ
মাধবপুর, হবিগঞ্জ।


     এই বিভাগের আরো খবর