,

শায়েস্তাগঞ্জে নিত্যপণ্যসহ সবজির দাম আকাশছোঁয়া

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার হাট-বাজারগুলোতে শীতের আগাম সবজি আসতে থাকায় বাজারে দাম একটু বেশি। এদিকে, লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সবজি, চাল, ডাল, ব্রয়লার মুরগি ও ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। কিছুদিন থেকে সকল প্রকার সবজিতেই কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। কাঁচামরিচের ঝাল কমেছে, এখন ৪০-৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। বর্তমানে আলুর দাম স্থিতিশীল হওয়ায় সব শ্রেণির মানুষের জন্য আলুই ভরসা। এক কথায় সবজির মূল্য নিম্নআয়ের মানুষের নাগালের বাইরে চলে গেছে অনেক আগেই। বাজারে আগাম আসা শীতের সবজি, শিম ও ফুলকপি প্রতি কেজি ১১০ থেকে ১৩০ টাকা, বাঁধাকপি ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ৬০ টাকা কেজি চালের দাম প্রতি বস্তায় বেড়েছে ২শ’ টাকা। শায়েস্তাগঞ্জ উপজেলার বেশ কয়েকটি বাজার সরজমিন ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমান বাজারে সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য আকাশ ছোঁয়া। এতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
পৌর এলাকার দাউদনগর বাজারে কাঁচামালের মূল্য সপ্তাহের ব্যবধানে ২০/২৫ টাকা বেড়েছে। ডায়মন্ড আলু ৩৫ টাকা, করলা ৭০/৮০ টাকা পিয়াজ ৪০/৪৫ কাকরুল ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, দেশি-বিদেশি টমেটো ১২০ টাকা, মুলা ৫০ টাকা, দেশি আলু ৫০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। এ ছাড়াও ঝিঙা ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, গাজর ৮০ টাকা, বরবটি ৭০ টাকা, বেগুন ৭০ টাকা, পটল ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লালশাক ৫০, পুঁইশাক ৪০ টাকা কেজি বিক্রি হচ্ছে। বাজারের কাঁচামাল খুচরা বিক্রেতা সোহেল মিয়া জানান, দেশের সবজি উৎপাদনের স্থানে অতিবৃষ্টিতে সবজি বাগান তলিয়ে যাওয়ার কারণে বাজারে সবজির আমদানি কম। যে কারণে প্রতিদিন সবজির দাম বৃদ্ধি পাচ্ছে। আমদানি বৃদ্ধি পেলে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে। শায়েস্তাগঞ্জ পুরান বাজারের সবজি বিক্রেতা আলী হোসেন বলেন, সবজির দাম কয়েক সপ্তাহ ধরেই বাড়তি চলছে। অসময়ে বৃষ্টির কারণে সব ধরনের সবজিই কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। বাজারে আসা ক্রেতা হোসেন আলী জানান, এমনিতেই নিত্যপ্রয়োজনীয় ভোজ্য পণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। তার ওপর শাক-সবজির মূল্য আকাশ ছোঁয়া। এ ছাড়া গরু-খাসির গোশতের দাম গগণচুম্বী। যারা সপ্তাহে একবার গরু-খাসির গোশত কিনতেন, তারা এখন মাসে একবার গরু- খাসির স্বাদ নিচ্ছেন। নিম্নআয়ের সাধারণ মানুষের ভরসা ছিল ব্রয়লার মুরগি ও ডিম। তাও এখন সোনার হরিণ। বর্তমান বাজারে ব্রয়লার মুরগি ১২৫ টাকা কেজির বদলে ১৬০ টাকা কেজি দরে বিক্রে হচ্ছে। এখন নিম্নআয়ের সাধারণ মানুষের একমাত্র ভরসা আলু।


     এই বিভাগের আরো খবর