,

নবীগঞ্জে কবিরাজ কাজির বাজার তহশীল অফিসের সহায়ক পারভীন ঝাড়ফুকের নামে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা! শিরোনামে সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা

গতকাল বুধবার ২৬ অক্টোবর দৈনিক হবিগঞ্জ জনতার এক্সপ্রেস ও দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার ১ম পৃষ্টায় কতিথ কবিরাজ কাজির বাজার তহশীল অফিসের সহায়ক পারভীন বেগম হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা! উপজেলার কাজিরগঞ্জ বাজারস্থ তহশীল অফিসের অফিস সহায়ক। বাড়ি সদর ইউপির মুরাদপুর গ্রামে। স্বামীর বাড়ী বানিয়াচং উপজেলার উমরপুর গ্রামে হলেও বর্তমানে রসুলগঞ্জ বাজারের পাশে নতুন বাড়ি করে এখানেই বসবাস করে আসছেন দুইজন। সরকারি চাকুরির পাশাপাশি পারভীন বেগম ঝাড়ফুক করে নবীগঞ্জ উপজেলাসহ বিভিন্ন স্থান থেকে আগত গরীব অসহায় লোকজনদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা। এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। শিরোনামে সংবাদটি আমার দৃষ্টি গোছর হয়েছে। সংবাদে যে বিষয়গুলি উল্লেখ করা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন, মানহানিকর, কাল্পনিক, উদ্দেশ্যে প্রনোদিত ও হাস্যখর বটে। সংবাদে উল্লেখ করা হয়েছে পারভীন বেগম এর স্বামী কথিত। প্রকৃত পক্ষে আমার স্বামী মোঃ লুৎফুর রহমান চৌধুরীর জন্মস্থান হচ্ছে বানিয়াচং উপজেলার কাগাপাশা ইউনিয়নের চানপুর গ্রামের চৌধুরী বাড়ীতে। তিনি ওই গ্রামের মৃত- ফজলুল হক চৌধুরীর সন্তান মোঃ লুৎফুর রহমান চৌধুরী নবীগঞ্জ উপজেলার রসুলগঞ্জ বাজারে প্রায় ৫০ বছর যাবত সুনামের সহিত বসবাস করে আসছি এবং আমি স্বামী সন্তান নিয়ে বসবাস করে আসছি। কিন্তু পত্রিকায় আমার স্বামীর বাড়ি উমরপুর গ্রামে উল্লেখ করা হয়েছে। তাই আমি ওই মিথ্যা মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

প্রতিবাদকারী
শাহ পারভীন বেগম
স্বামী ঃ মোঃ লুৎফুর রহমান চৌধুরী
সাং রসুলগঞ্জ বাজার, নবীগঞ্জ।


     এই বিভাগের আরো খবর