,

নবীগঞ্জে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জে উপজলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক অনহিতকরণ সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টায় খাদ্য মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা প্রশানের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে এবং হবিগঞ্জ নিরাপদ খাদ্য কর্মকর্তা সাকিব হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য সচিব আব্দুন নাসের খাঁন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, পৌর মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। বক্তব্য রাখেন ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মৌলভীবাজার নিরাপদ খাদ্য কর্মকর্তা শামছুল আবেদীন, ইউনিয়ন চেয়ারম্যান সমিতির সাধারন সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, মহিলা কাউন্সিলর ফারজানা আক্তার পারুল প্রমূখ। সভায় উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান ইজাজুর রহমান, ইমদাদুল হক চৌধুরী, দেলোয়ার হোসেন, হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, কাউন্সিলর ফজল চৌধুরী, নানু মিয়া, জাকির আহমেদ, কবির মিয়া, আব্দুস ছুবান, মহিলা কাউন্সিলর নাসিমা বেগম,পূণিমা দাশ, নবীগঞ্জ পজিপ কর্মকর্তা শাকিল আহমেদ, ইউপি সদস্য সুজন মিয়া প্রমূখ। অতিথির বক্তব্যে বাংলাদেশ নিরাপদ খাদ্য সচিব আব্দুন নাসের খাঁন বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ২০১৩ সালে সংশোধনী আইন প্রনয়ন করেছেন। যা মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করলে আমরা সবাই এর সুফল ভোগ করবো। তৃনমূল পর্যায়ে জনপ্রতিনিধিদের ভূমিকায় সক্রিয়ভাবে কাজ করলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব


     এই বিভাগের আরো খবর