,

পিটুয়া জামে মসজিদে জুম্মার নামাজে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত ৪

সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে গত শুক্রবার জুম্মার নামাজের সময় সন্ত্রাসীদের হামলায় ৪ ব্যক্তি গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত সূত্রে জানা যায়, গত ৭ আগষ্ট শুক্রবার উপজেলার আউশকান্দি ইউনিয়নের পিটুয়া গ্রামে জুম্মার নামাজের সময় মসজিদের বেতরে পূর্ব শক্রতার জের ধরে পূর্ব পরিকল্পিত ভাবে জুম্মার ফরজ নামাজের পর সুন্নত নামাজ পড়ার সময়ে পিটুয়া গ্রামের ছাদির মিয়ার পুত্র আলী হায়দর ও মৃত: জয়াব উল্লাহর পুত্র আমীর হোসেনের নেতৃত্বে ১২/১৪ জনের একদল লোক মসজিদ কমিটির সেক্রেটারী ও মংলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল অদুদ চৌধুরী ও মৌলবীবাজার কলেজের ছাত্র রায়হান চৌধুরী গংদের উপর হামলা চালায়। এতে আব্দুল অদুদ চৌধুরী, রায়হান চৌধুরী, বাবুল মিয়া ও কুদ্দুছ মিয়া গুরুত্বর আহত হন। পরে আহতদের স্থানীয় লোকজন নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক আ: অদুদ চৌধুরী, রায়হান চৌধুরী ও বাবুল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এবং গুরুত্বর আহত প্রধান শিক্ষক আব্দুল অদুদ চৌধুরী’র একটি হাত ভেঙ্গে গেছে বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর