,

চুনারুঘাটে বন বিড়াল অবমুক্ত

চুনারুঘাট প্রতিনিধি : চুনারুঘাটে খাবারের সন্ধানে এসে লোকালয়ে এসে আটকা পড়া একটি বন বিড়ালকে উদ্ধারের পর সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে। জানা যায়, বন বিড়ালটি বৃহস্পতিবার সকালে উপজেলার কাচুয়া গ্রামের একটি বাড়ি থেকে মোরগ ধরে নেয়। এ সময় এলাকাবাসী এটিকে ধরে রাখেন। পরে বিকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিদফতর হবিগঞ্জ জেলা কার্যালয়ের কর্মীরা বন বিড়ালটিকে উদ্ধার করে অবমুক্ত করা হয়। ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অধিধফতর হবিগঞ্জ জেলা কার্যালয়ের ফরেস্টার তোফায়েল আহমদ চৌধুরী বলেন, এই বিড়ালটির বয়স আনুমানিক সাত মাস হবে।
ধারণা করা হচ্ছে সে খাবারের সন্ধানে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে এসেছিল। বন বিড়ালের খাবারের বড় অংশ হচ্ছে হচ্ছে ঘাসফড়িং জাতীয় বড় পোকা ও ইঁদুর।


     এই বিভাগের আরো খবর