,

খুনের অভিযোগে আটক আওয়ামীলীগের সভাপতি সালেক মিয়াকে কারাগারে প্রেরণ

নিজস্ব প্রতিনিধি ॥ শায়েস্থাগঞ্জে খুনের অভিযোগে আটক পৌর আওয়ামীলীগের সভাপতি সালেক মিয়াকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এদিকে তার মুক্তির দাবীতে শহরে মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। গতকাল সোমবার সকালে শায়েস্থাগঞ্জ থানা পুলিশ তাকে কোর্টে প্রেরণ করে। এ সময় কোর্ট এলাকায় পুলিশের কড়া নিরাপত্তা ছিল। এদিকে তার পক্ষে আইনজীবি জামিনের আবেদন করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। কারাগারে নিয়ে যাবার সময় শত শত নেতাকর্মী তার মুক্তির দাবীতে কোর্ট প্রাঙ্গন থেকে শহরে মিছিল করে। তারা জানান, তাদের নেতাকে একটি কুচক্রি মহল ষড়যন্ত্রভাবে এ মামলায় জড়িয়েছে। উল্লেখ্য, গত ১৭ জুন দুপুরে শায়েস্থাগঞ্জে রেলওয়ে জংশন এলাকায় ১০ গ্রামবাসীর ভয়াবহ সংঘর্ষে শতাধিক লোক আহত হয়। এর মধ্যে আইয়ূব আলী গুরুতর হলে তাকে প্রথমে হবিগঞ্জ পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ২৩ জুন বিরামচর গ্রামের আইয়ূব আলীর মৃত্যু হয়। এ ঘটনার পর শায়েস্থাগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি ছালেক মিয়াসহ ৫০/৬০ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। গত রবিবার দিবাগত রাত ১২ টার সময় র‌্যাব-৯ অভিযান চালিয়ে শায়েস্থাগঞ্জ জংশন এলাকা থেকে তাকে আটক করে।


     এই বিভাগের আরো খবর