,

হবিগঞ্জ জেলায় ডেঙ্গু জ্বরে প্রকোপ :: ১৯ জন আক্রান্ত

জুয়েল চৌধুরী : হবিগঞ্জ জেলা জুড়ে ডেঙ্গু জ¦রে প্রকোপ বেড়েই চলেছে। শহরবাসী মনে করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় মারাত্মকভাবে ডেঙ্গু মশার উপদ্রব বৃদ্ধি পেয়েছে। সংসদ সদস্য আলহাজ¦ এডভোকেট আবু জাহির এমপির গাড়ি চালক মোহাম্মদ আলী (৩৫) ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর কর্তৃপক্ষের টনক নড়েনি। গত দুই দিনে হবিগঞ্জ শহরে ১৯ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪ জন পুরুষ ও ২ জন নারী সদর হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি আছেন। গতকাল শনিবার এক নারী সুস্থ হওয়ায় তাকে রিলিজ দেয়া হয়। অপর ১১ জনকে সিলেট ও ঢাকা প্রেরণ করা হয়েছে। সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক আমিনুল ইসলাম সরকার জানান, বাসা বাড়িতে পানি জমে থাকে এমন স্থান পরিস্কার করে রাখতে হবে। তাছাড়া সকলকে তিনি এ বিষয়ে আরও সচেতন হবার পরামর্শ দেন।


     এই বিভাগের আরো খবর