,

থানায় সালিশের নামে যেন প্রহসন না হয় -মাধবপুরে বিমান প্রতিমন্ত্রী

পিন্টু অধিকারী, মাধবপুর : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী এমপি বলেছেন থানায় যেন সাধারন মানুষ হয়রানির শিকার না হয়। থানাকে দালাল মুক্ত করতে হবে। সালিশের নামে সাধারন মানুষের সাথে যাতে কোন অবিচার করা না হয়। সে দিকে খেয়াল রাখতে হবে। যারা সাধারন মানুষের সঙ্গে প্রতারণা ও থানায় দালালি করে তাদের নাম টাঙ্গিয়ে দিতে হবে। গতকাল শনিবার দুপুরে মাধবপুর থানা কর্তৃক কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা কথা বলেন। মাধবপুর থানা হলরুমে মাধবপুর অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্ত্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, অতিরিক্ত পুলিশ সুপার মহসিন আল মুরাদ, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাধব রায় মোজাহিদ বীন ইসলাম, শ্রীধাম দাশগুপ্ত, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, প্রেসক্লাব সভাপতি অলিদ মিয়া, সেক্রেটারী সাব্বির হাসান প্রমুখ।


     এই বিভাগের আরো খবর