,

প্রথম দিকে বুঝিনি, বাছবিচার ছাড়াই ছবি করেছি : পপি

সময় ডেস্ক : গত দেড় দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে দাপিয়ে কাজ করছেন সাদিকা পারভীন পপি। ভক্ত-দর্শকেরা তাকে চিত্রনায়িকা পপি নামেই চেনেন। ১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবরের কুলি চলচ্চিত্রের মধ্যে দিয়ে তার অভিষেক হয়। প্রথম ছবিতেই বাজিমাত করেন তিনি। এর পর থেকে এখন পর্যন্ত প্রায় দেড়শ চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনবার পেয়েছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরষ্কার। গত কয়েকবছর ধরে অবশ্য কমিয়ে দিয়েছেন চলচ্চিত্রে অভিনয়। তবে এখন তার হাতে রয়েছে বেশ কয়েকটি ছবি। বিবিসি বাংলাকে তিনি বলেছেন, প্রথম দিকে বুঝিনি, বাছবিচার ছাড়াই ছবি করেছি। কিন্তু সময়ের সাথে সাথে এখন অনেক পরিণত আমি, ছবি হাতে নেই একেবারে বেছে বেছে। অনেক নায়িকাই পাবলিক প্লেসে বোরকা পড়ে বের হয়, তবে মাঝে মাঝে আমাকেও যেতে হয়। দূর থেকে অনেকেই মনে করে সিনেমা জগতে যারা কাজ করে, তারা অনেক উন্নত জীবন যাপন করে এবং আমরা স্বর্গ থেকে এসেছি কিছুটা এমন ভেবে বসে। কিন্তু বাস্তবতা হল আমরা যারা সিনেমা জগতে কাজ করি তাদেরকে অসম্ভব কষ্ট করতে হয়। একজন সাধারণ কর্মজীবী মানুষ যেখানে আট থেকে দশ ঘণ্টা কাজ করে, সেখানে আমাকে কাজ করতে হয় আঠার থেকে ঊনিশ ঘণ্টা। কাজ করতে করতে এমন ক্লান্ত হয়ে পড়েনি যে, মাঝে মাঝে ঘুমের মধ্যে স্বপ্ন দেখি সিনেমা নিয়ে। সিনেমা জগতে এসে আমি যা পেয়েছি, যতটুকু পেয়েটি তার জন্য মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া এই যে, একজন শিল্পী হিসেবে বাংলাদেশের সর্বোচ্চ সম্মান তিনবার পেয়েছি। হয়তো অন্য কোথায় গেলে আরো ভালো করতে পারতাম কিন্তু নাম, সুনাম এবং খ্যাতি সিনেমা জগতে এসেই পেয়েছি। একজন শিল্পী হিসেবে আমি গর্বিত। বিবিসি বাংলার আহরার হোসেনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চলচ্চিত্রে উত্থান, বর্তমান অবস্থান, ছোটবেলা, প্রেম-বিয়ে-ব্যক্তিগত জীবন আর অশ্লীল চলচ্চিত্রের যুগে টিকে থাকার গল্প:।


     এই বিভাগের আরো খবর