,

‘ভেজা মাঠ ও ফেক ফিল্ডিং’ নিয়ে অভিযোগ করবে বিসিবি

সময় ডেস্ক : ফেক ফিল্ডিং ও ভেজা মাঠ নিয়ে আম্পায়ারের সঙ্গে কথা বলেছিলেন অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু আম্পায়াররা তা কানে তোলেননি বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। বোর্ডের পক্ষ থেকে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হবে বলে মন্তব্য করেছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার অ্যাডিলেডে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমরা এগুলো নিয়ে কথা বলেছিলাম। সব কিছু চোখের সামনেই ঘটেছে। একটা ফেক থ্রো করা হয়েছিল। আম্পায়ারকে জানানো হয়েছিল। কিন্তু তারা বিষয়টি না দেখায় রিভিউ নেননি। সাকিব মাঠে এবং মাঠের বাইরে আম্পায়ার ইরাসমাসের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেছে।’
আইসিসির ৪১.৫ ধারা অনুযায়ী, ফিল্ডার ইচ্ছাকৃত ফেক ফিল্ডিং করে, ব্যাটারকে রান নেওয়ায় বাধা সৃষ্টি করলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। যার শাস্তি হিসেবে পাঁচ রান জরিমানা করা হবে। এছাড়া বৃষ্টিতে ম্যাচ বন্ধ থাকায় সাকিব মাঠ শুকানোর জন্য সময় চেয়েছিলেন বলেও জানিয়েছেন জালাল ইউনুস।
তিনি বলেন, ‘সাকিব ভেজা মাঠ নিয়েও কথা বলেছিল। সে কিছুটা সময় চেয়েছিল। মাঠ শুকালে খেলা শুরুর অনুরোধ করেছিল। কিন্তু আম্পায়ারের সিদ্ধান্তই তো চূড়ান্ত সিদ্ধান্ত। এসব নিয়ে তর্কে যাওয়ার সুযোগ নেই। শুধু বলতে হবে, খেলবো কী খেলবো না।’
বাংলাদেশ ও ভারতের ওই ম্যাচে আরও ঘটনা ঘটেছে। যেমন- কোহলি ওয়াইড, বাউন্সের সিগনাল দিয়ে আম্পায়ারের ওপর চাপ সৃষ্টি করেছেন। ফেক ফিল্ডিংও তার হাত থেকেই এসেছে। বিষয়টি নিয়ে জালাল বলেন, ‘আমাদের হাতে যথাযথ কর্তৃপক্ষের কাছে অভিযোগ করার সুযোগ আছে। আমরা অভিযোগ করতে পারি।’


     এই বিভাগের আরো খবর