,

মোহনা সমাজ কল্যান সংস্থার ফ্রী ব্লাড গ্রুপিং কার্যাক্রম অনুষ্ঠিত

প্রশান্ত লিটন, সিলেট থেকে : ৪ নভেম্বর (শুক্রবার) সিলেটের ঐতিহ্যবাহী সমাজ কল্যান সংস্থা “মোহনা”৷ কতৃক আয়োজিত ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মহানগরীর ৮নং ওয়ার্ডের করের পাড়া মোহনার প্রধান কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলে এই কার্যক্রম। প্রায় ২ শতাধিক মানুষের রক্ত পরীক্ষার মাধ্যমে গ্রুপ নির্ণয় করে তাদের মধ্যে কার্ড বিতরণ করা হয়। মোহনা সমাজ কল্যান সংস্থার উদ্যোগে এবং অর্থায়নে এই প্রোগ্রাম পরিচালনা করেন সেভ সিলেট ব্লাড সেন্টারের সদস্যরা। এই আয়োজনের ব্যাপারে মোহনা সমাজ কল্যান সংস্থার অন্যতম পরিচালক দেবজ্যোতি মজুমদার রতন বলেন, মানবিক, সামাজিক ও পরিবেশবাদী কাজে মোহনা সব সময় অংশ গ্রহণ করে থাকে তারই ধারাবাহিকতায় আমাদের এই কার্যক্রম।

উক্ত আয়োজনে আরও উপস্তিত ছিলেন মোহনার পরিচালক সাহেদ আহমেদ, সিনিয়র সদস্য ছড়াকার প্রশান্ত লিটন, সেভ সিলেটের দক্ষিণ সুরমা শাখার বোরহান আহমেদ সহ অনেকেই।


     এই বিভাগের আরো খবর