,

এইচএসসি পরীক্ষার প্রথম দিনে লাখাইয়ে অনুপস্থিত ১৬ শিক্ষার্থী

লাখাই প্রতিনিধি : সারাদেশে ন্যায় হবিগঞ্জের লাখাইয়ে এইচ এস সি পরীক্ষা শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টায় পরীক্ষা শুরু হয়। লাখাইয়ের একমাত্র পরীক্ষাকেন্দ্র লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তবে প্রথম দিনের পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে।
জানা যায়, লাখাই উপজেলার মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজকেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪৭১ জন। তার মধ্যে ছাত্র ২২৪ জন, ছাত্রী ২৪৭ জন।
এ ব্যাপারে পরীক্ষা কেন্দ্রের হল সুপার সৈয়দ আফজল মিয়ার জানান, লাখাই উপজেলা মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের পরিক্ষার্থী ৩ শত ৯৮ জন, মোড়ামুড়ি স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থী ৪৩ জন, ভবানীপুর স্কুল এন্ড কলেজের পরিক্ষার্থী ১৭ জন, এম পি আবু জাহির ডিগ্রি কলেজের পরিক্ষার্থী ১৩ জন।
তিনি জানান পরীক্ষা সুষ্টভাবেই চলছে । এখন পর্যন্ত কোন সমস্যা হয়নি। তবে আজ রবিবার প্রথম দিনের পরীক্ষায় ১৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।


     এই বিভাগের আরো খবর