,

এমপি বাবু’র বিরুদ্ধে কুৎসা রটানোর প্রতিবাদে নবীগঞ্জে জাতীয় যুব সংহতির প্রতিবাদ সমাবেশ

স্টাফ রিপোটার ॥ হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি এমএ মুনিম চৌধুরী বাবু এমপি’কে নিয়ে কঠুক্তি করার প্রতিবাদে গতকাল মঙ্গলবার বিকালে নবীগঞ্জ উপজেলা জাতীয় যুব সংহতির উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে। উপজেলা যুব সংহতির সভাপতি মোঃ সরওয়ার শিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদ নুরুল আমীন পাঠান ফুল মিয়ার পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক শাহ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোঃ মাহমুদ চৌধুরী, জেলা জাপা নেতা এমরান মিয়া, খলিলুর রহমান চৌধুরী দুদু, মুরাদ আহমদ, ফয়জুল ইসলাম দিনু, শেখ সামছুল ইসলাম, নুরুল হক তুহিন, জাপা নেতা ও শহীদ চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় যুব সংহতির যুগ্ম সম্পাদক মোজাহিদুল ইসলাম শাহীন, সাংগঠনিক সম্পাদক মির্জা হোসাইন আহমদ হামজা, যুব নেতা সাইফুল ইসলাম, আব্দুল কাহার, বোলা দাশ, শামীম আহমদ, জাকির হোসেন, নুর মিয়া, আক্কাছ মিয়া, কেন্দ্রীয ছাত্র সমাজের সদস্য এমএ মতিন চৌধুরী, স্বপন চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্র সমাজের সভাপতি নিয়ামুল করিম অপু, পৌর ছাত্র সমাজের সাবেক সদস্য সচিব নিউটন সুত্রধর প্রমূখ। সমাবেশে বক্তাগণ বলেন, গত রবিবার বর্তমান সরকারের অন্যতম যুব সংগঠন উপজেলা যুবলীগের ব্যানারে একটি শোক সভা অনুষ্টানে সরকারের অন্যতম শরীক দল জাতীয় পার্টি এবং হবিগঞ্জ-১ আসনের জনপ্রিয় সংসদ সদস্য জননেতা এমএ মুনিম চৌধুরী বাবুকে নিয়ে কঠুক্তি ও কুৎসা রটানো করে বর্তমান সরকারে ভাবমুর্তি শুধু ক্ষুন্ন করেনি, তারা সরকারের বিরোধী জোটের এজেন্ডা বাস্তবায়ন করছে বলে মনে করে উপজেলা জাতীয় পার্টি। বক্তাগণ বলেন, উক্ত অনুষ্টানে আওয়ামীলীগের জেলা পর্যায়ে জনৈক নেতার উপস্থিতিতে এমপি মুনিম চৌধুরী বাবুকে নিয়ে এবং তার ব্যবহৃত গাড়ী নিয়ে সমালোচনার ঘটনাটি আত্মঘাতির সামিল। তারা বলেন, জাতীয় পার্টির এমপি বাবু নির্বাচিত হয়ে নবীগঞ্জ-বাহুবলের মানুষ টিআর, খাবিকার সুফল পেয়েছে। শুল্ক্যমুক্ত গাড়ী ক্রয় করে নিজে ব্যবহার করছেন জনস্বার্থে। এর আগে অনেক এমপি ছিলেন, যাদের আমলে টিআর, খাবিকা সম্পর্কে মানুষ জানতোই না। তারা এমপি থাকা অবস্থায় শুল্ক্য মুক্ত একাধিক গাড়ী ক্রয়ের কাগজ ছড়া মুল্যে বিক্রি করে টাকার পাহাড় বানিয়েছেন। তারা আরও বলেন, জাতীয় পার্টি উপজেলার তীর্ণমূল পর্যায়ে ব্যাপক বিস্তার লাভ করেছে। এটা কারো দয়ায় দক্ষিনা নয়। এটা আলহাজ্ব হুসেইন মুহাম্মদ এশাদের হাতেগড়া সংগঠন। যাদের দয়ায় আজ অনেকেই ক্ষমতাবান। জাতীয় পার্টির নেতারা আরও বলেন, জাতীয় পার্টি কারো সমালোচনায় অভ্যস্থ নয়, করলে অনেকেই নাকে খত দিতে হবে।


     এই বিভাগের আরো খবর