,

নবীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রেস বিজ্ঞপ্তি : নবীগঞ্জ উপজেলা বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গতকাল সোমবার বিকাল ৪ ঘটিকায় নবীগঞ্জ ওসমানী রোডস্থ নাঈস রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
নবীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক সরফরাজ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফুর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি, জেলা বিএনপি সাবেক সহসভাপতি সৈয়দ মতিউর রহমান পেয়ারা, এতে বক্তব্য রাখেন পানিউমদা ইউনিয়ন সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রহমান, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক যথাক্রমে মোঃ আশিক মিয়া, মোঃ তোফাজ্জল হোসেন, মোঃ মজিদুর রহমান, আহবায়ক কমিটির সদস্য মোঃ আমির হোসেন ও শাহ মুস্তাকিন, ১৩নং পানিউমদা ইউপি বিএনপি’র সভাপতি মোঃ গোলাম নবী, ১২নং কালিয়ারভাঙ্গা ইউপি বিএনপি’র সভাপতি আজিজ আহমেদ মেরাজ, ১১নং গজনাইপুর ইউপি বিএনপি’র সভাপতি শফিউল আলম বজলু, ১০নং দেবপাড়া ইউপি বিএনপি’র সভাপতি এডভোকেট জালাল আহমেদ, ৫নং আউশকান্দি ইউপি বিএনপি’র সভাপতি শাহ এবাদুর রহমান দারা, ১নং বড় ভাকৈর পশ্চিম ইউপি বিএনপি’র সভাপতি শাহিদ আহমদ তালুকদার, ৭নং করগাঁও ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মুস্তাহিদ আহমেদ, ৪নং দীঘলবাক ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ ছাদিক মিয়া, ৬নং কুর্শি ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বাছিত রাসেল, ১২নং কালিয়ারভাঙ্গা ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ আহমেদ খান, ১৩নং পানিউমদা ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক সুশেল আহমেদ, ২নং বড় ভাকৈর পূর্ব ইউপি বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, ৮নং নবীগঞ্জ সদর ইউপি বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ সবুর, ৬নং কুর্শি ইউপি বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মছব্বির, ৯নং বাউসা ইউপি বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা নুরুল গণি চৌধুরী সোহেল, হারুনুর রশিদ হারুন ও সোহেল আহমদ চৌধুরী রিপন, নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মুশাহিদ আলম মুরাদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জোসেফ বখত চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়েদ আহমদ, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল, জেলা যুবদল সদস্য ফোয়াদ হাসান রাজন, পৌর যুবদল যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কুতুব উদ্দিন মাখন, যুবদল নেতা কপিল উদ্দিন ও রাকিব আহমেদ, উপজেলা জাসাসের সাবেক আহবায়ক মোঃ সুমন মিয়া প্রমুখ নেতবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মতিউর রহমান পেয়ারা বলেন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঘটনায় সবাইকে উদ্ভুদ্ধ হতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে জনগনের ভোটের অধিকার আদায় ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থার দাবী আন্দোলনের মাধ্যমে আদায় করতে হবে। এবং দেশমাতা বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।


     এই বিভাগের আরো খবর