,

সীমান্তে কাটছিলেন ঘাস মিললো সোনার বার!

সময় ডেস্ক : ভারতে পাচারের সময় যশোরের চৌগাছা সীমান্ত থেকে ছয়টি সোনার বারসহ আতিয়ার রহমান (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী লক্ষ্মীপুর মাঠ থেকে সোনাসহ তাকে আটক করা হয়। আটক আতিয়ার উপজেলার গদাধরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে।
বিজিবি জানায়, সীমান্তের মেইন পিলার ৩৯ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠে এক ব্যক্তিকে কৃষক বেশে ঘাস কাটছিলেন। বিষয়টি দেখে সন্দেহ হলে মাসিলা বিওপিতে কর্মরত নায়েক রোকন উদ্দিনের নেতৃত্বে একটি দল তাকে চ্যালেঞ্জ করে। তল্লাশি চালিয়ে তার কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছয়টি সোনার বার পাওয়া যায়। এক কেজি ২০০ গ্রামের এ সোনার বাজার মূল্য ৯৬ লাখ টাকা।
যশোর-৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল শাহেদ মিনহাজ ছিদ্দিকী বলেন, আটক ব্যক্তিকে স্বর্ণ পাচার আইনে মামলা দিয়ে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে। সীমান্তে বিজিবির টহল জোরদার অবস্থায় আছে।


     এই বিভাগের আরো খবর