,

মাধবপুরে ধর্ষণের দায়ে লম্পটের যাবজ্জীবন কারাদণ্ড

জুয়েল চৌধুরী : মাধবপুরে বিয়ের প্রলোভনে যুবতীকে ধর্ষণের অভিযোগে এক লম্পটকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেয়া হয়। হবিগঞ্জের বিজ্ঞ জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ৩ এর বিচারক এসএম নাসিম রেজা এ দণ্ডাদেশ দেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি এডভোকেট মোঃ মোস্তফা মিয়া।
আদালতের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, উপজেলার শাহজাহানপুর গ্রামের অমূল্য চন্দ্র মালাকারের যুবতী কন্যার ওপর কুনজর পড়ে একই গ্রামের রুনি চন্দ্র সরকারের পুত্র অনিন্দ্র সরকারের। প্রায়ই ওই যুবতীকে সে উত্যক্ত করতো। বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হলে অনিন্দ্র ক্ষিপ্ত হয়ে উঠে। সে ওই যুবতীকে ধর্ষণ ও ক্ষতি করার জন্য পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় ২০১০ সালের ১ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে ওই যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ করে অতিন্দ্র। বিষয়টি জানাজানি হলে তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ে করবে বলে সময় ক্ষেপন করে। এক পর্যায়ে ওই যুবতী অন্তস্বত্তা হয়। এ বিষয়ে বারবার লম্পটের পরিবারের দ্বারস্থ হলে তাকে বিয়ে না করে বিভিন্নভাবে হুমকি ধামকি দেয়। বিষয়টি চেয়ারম্যান মেম্বারকে জানিয়েও সমাধান হয়নি। ব্যর্থ হয়ে যুবতীর পিতা মামলা করতে গেলে তখনকার ওসি মামলাটি নেননি। নিরূপায় হয়ে আদালতে মামলা দায়ের করে। দীর্ঘ সাক্ষি প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ১ নভেম্বর দুপুরে বিজ্ঞ বিচারক এ দণ্ডাদেশ দেন। রায় প্রদানকালে আসামি পলাতক ছিলো। পেশকার আরও জানান, বাদি রায়ে সন্তোষ্ট হয়েছে। আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর