,

বাহুবল যুবসংহতির প্রতিবাদ সভায় বক্তারা কারো দয়ায় নয়- জনগণের ভালবাসা আর নিজের যোগ্যতায় এমপি হয়েছেন মুনিম বাবু

বাহুবল প্রতিনিধি ॥ “কারো দয়ায় নয়, জনগণের ভালবাসা আর নিজের যোগ্যতায় এমপি হয়েছেন এম.এ মুনিম চৌধুরী বাবু। তিনি উড়ে এসে জোরে বসেননি। রাজনীতির কঠিন পিচ্ছিল পথ পাড়ি দিয়ে তিলে তিলে তিনি আজকের এই অবস্থানে পৌছেছেন”। কথাগুলো বলেছেন বাহুবল উপজেলা যুব সংহতির নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার রাতে উপজেলা জাতীয় পার্টি কার্য্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। উপজেলা যুব সংহতির আহব্বায়ক মাসুক আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব হেলাল মিয়ার পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাহুবল উপজেলা জাতীয় পার্টি সাবেক সভাপতি আলহাজ্ব শফি আহমেদ চৌধুরী। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুব সংহতির সিনিয়র যুগ্ম- আহব্বায়ক মোঃ আব্দুল হাই, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক এম এ আজাদ, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পাকু মিয়া, উপজেলা যুব সংহতির আহব্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হাসান, পুটিজুরি যুব সংহতির সাবেক সভাপতি ওয়াহিদ মিয়া, সাবেক সহ-সভাপতি তাহির মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক দুলাল মিয়া, ভাদেশ্বর যুব সংহতির সাবেক সভাপতি আব্দুল মমিন, বাহুবল সদর যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক অলিউর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক জিলা মিয়া, সাতকাপন যুবসংহতির সাবেক সাধারণ সম্পাদক দুলাল মোল্লা, স্মানঘাট যুব সংহতির সাবেক সভাপতি সলিমুল্লাহ, মীরপুর যুব সংহতির সাবেক সাধারণ সম্পাদক আহাদ মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক বিলাল মিয়া প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, “এমপি মুনিম চৌধুরী বাবু এককালের মেধাবী ছাত্র নেতা ছিলেন। ছাত্র রাজনীতি থেকে তিনি ধীরে ধীরে অবস্থান তৈরী করেছেন জাতীয় রাজনীতিতে। হয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা। উচ্চ শিক্ষিত মুনিম চৌধুরী বাবুর রয়েছে পারিবারিক ঐতিহ্য। মুনিম চৌধুরী বাবু শুল্ক মুক্ত গাড়ি কিনে অতীতের এমপিদের মত অতিরিক্ত মুনাফার জন্য বিক্রি করে দেননি। বরং সেই গাড়ি তিনি ব্যবহার করছেন জনগণের কল্যাণে। চষে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামান্তরে। নবীগঞ্জ-বাহুবলে তিনিই একমাত্র এমপি যিনি টি আর, কাবিখা চিনিয়েছেন সাধারণ মানুষকে। টি আর কাবিখা নিয়ে তিনি অতীতের এমপিদের মত স্বজনপ্রীতি করেননি। বরং সুষম বন্টনের নজির স্থাপন করেছেন। বহু আওয়ামীলীগের নেতাকর্মীও তার কাছ থেকে নিয়েছেন টি আর কাবিখা। মুনিম চৌধুরী বাবু দুর্নীতি ও লুটপাটের রাজনীতিতে বিশ্বাস করেন না। তিনি সম্ভ্রান্ত- পরিবারের সন্তান। তার উন্নয়ন ও জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল অপপ্রচার চালাচ্ছে। নবীগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শোক সভায় এমপি মুনিম চৌধুরী বাবুর বিরুদ্ধে কতিপয় যুবলীগ কর্মীর কটুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তারা।


     এই বিভাগের আরো খবর