,

জোট ভাঙ্গবে না ॥ ঐক্যবদ্ধ থাকবে ভুলভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুন ॥ বেগম খালেদা জিয়া

সময় ডেস্ক ॥ জোট ভেঙ্গে যাচ্ছে জোট ভেঙ্গে যাবে এমন সম্ভাবনাকে নাকচ করে দিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, জোট ভাঙ্গবে না, জোট ঐক্যবদ্ধ থাকবে। আগামীতে আন্দোলন ঐক্যবদ্ধভাবে হবে। তিনি বলেন, আপনারা আপনাদের দলকে শক্তিশালী করেন। সকল ভুলভ্রান্তি ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থাকেন। গতকাল বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ২০ দলীয় জোটের র্শীষ নেতাদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া এসব কথা বলেন বলেবৈঠক সূত্রে জানা গেছে। এদিকে বৈঠক থেকে বের হয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ সাংবাদিকদের বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। আমরা ২০ দল ঐক্যবদ্ধ আছি এবং আগামীতেও ঐক্যবদ্ধ থাকবো। তিনি আরও বলেন, বৃহস্পতিবার সকাল ১১টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এদিকে বৈঠক সূত্র জানায়, জোটের শরীকদের সঙ্গে প্রায় সাত মাস পরে অনুষ্ঠিত এই বৈঠকে রাজনৈতিক বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন খালেদা জিয়া। এসময় তিনি পার্শ্ববর্তী দেশের ব্যাপারে ইতিবাচক ভূমিকার কথা জোটের নেতাদের কাছে প্রকাশ করেন। এছাড়া লন্ডন সফরে যাওয়ার আগে দলের করণীয় নিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেয়ার পাশাপাশি ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে সর্বশেষ গত বছরের ২২ নভেম্বর ২০ দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি বৈঠকে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার সায়েদুল হাসান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মুফতি ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের (ডিএল) মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের চেয়ারম্যান সাঈদ আহমেদ। এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা বৈঠকে বসেছেন আজ। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বুধবার রাত ৮টা ৩৫ মিনিটে এ বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করছেন খালেদা জিয়া। সর্বশেষ গত বছরের ২২ নভেম্বর ২০ দলের বৈঠক হয়েছিল। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জাতীয় পার্টির চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, জাতীয় পার্টির মহাসচিব টি আই ফজলে রাব্বি, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য আব্দুল হালিম, ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) প্রধান শফিউল আলম প্রধান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ভাসানী) চেয়ারম্যান আজহারুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এইচ এম কামরুজ্জামান খান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খন্দকার গোলাম মোর্ত্তুজা, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানী, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব মাওলানা মুফতি ওয়াক্কাস, ডেমোক্রেটিক লীগের (ডিএল) মহাসচিব সাইফুদ্দিন আহমেদ মনি, পিপলস লীগের সভাপতি গরীবে নেওয়াজ, সাম্যবাদী দলের চেয়ারম্যান সাঈদ আহমেদ, খেলাফত মজলিশের মহাসচিব আহমেদ আব্দুল কাদের, ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার সায়েদুল হাসান।


     এই বিভাগের আরো খবর