,

আজমিরীগঞ্জ পোনা নিধন বন্ধে অভিযান :: জাল জব্দ ও অর্থদন্ড

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ : আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর ইউনিয়নে কালনী নদীতে রেনু পোনা নিধন বন্ধে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল জব্দ করে পুড়িয়ে দেয় ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম সহযোগিতায় ছিলেন আজমিরীগঞ্জ উপজেলা মৎস্য অফিসার মোঃ আনিসুর রহমান উপজেলার বিভিন্ন হাওরে নিষিদ্ধ কোনা জাল দিয়ে অবাধে দেশীয় প্রজাতীর পোনা ও ডিমওয়ালা মা মাছ শিকার করছে জেলেরা। ফলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা ধ্বংস হয়ে স্থানীয় বাজারগুলোতে দেশীয় মাছের আকাল দেখা দিচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম উপজেলা মৎস্য অফিসার গতকাল রবিরার কয়েকটি হাওর ঘুরে দেখা গেছে, সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিষিদ্ধ কারেন্ট জাল, মশারী জাল, বেড় জাল, কোনা জাল ও প্লাস্টিকের খাঁচাসহ নানা উপকরণ দিয়ে ডিমওয়ালা মা মাছ ও পোন শিকার করছে এক শ্রেণীর জেলেরা। এতে ৫ জন জেলেকে হাতেনাতে ধরেছে কাকাইলচর নৌ পুলিশ ফাড়ির একটি দল, আটককৃত জেলেরা হলেন জয় কুমার দাস (৪৮) পিতা বিস্টু দয়াল দাস বদলপুর দক্ষিণ হাটি, যুগেন্ড্র দাস (৪৫) পিতা ধনেন্দ্র দাস বদলপুর পুরান হাটি,রঞ্জিত দাস (৪২) পিতা সামলাল দাস বদলপুর উত্তর হাটি, নেপাল চন্দ্র দাস (৪৫) পিতা সুবোধ লালা দাস উদয়পুর পাহাড়পুর, সিবিন্দ্র বৈষ্ণব (৪৭) পিতা সেমবু বৈষ্ণব বেরাডুয়া। এসময় আটককৃত ৫ জন জেলেকে ২ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান ও নিষিদ্ধ কারেন্ট জাল, মশারী জাল, বেড় জাল, কোনা জাল ও প্লাস্টিকের খাঁচা সহ ডিমওয়ালা মা মাছ ও পোন শিকারের ব্যবহৃত নানা উপকরণ সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম ও উপজেলা মৎস্য অফিসার মোঃ আনিসুর রহমান এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধংস্য করেন। সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম বলেন, মশারি বা কোনা জাল দিয়ে পোনা মাছ শিকার করা সম্পূর্ণ বেআইনি। হাওরে পোনা মাছ নিধন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা হচ্ছে। মনে রাখতে হবে পোনা মাছ দেশের প্রাকৃতিক সম্পদ সেটি নিধন করার অধিকার কারোই নেই।
আজমিরীগঞ্জের কাকাইলছেও নৌ পুলিশ ফাড়ি ইনচার্জ মোঃ রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতের পরিচালনায় সহযোগিতা ও নিরাপত্তার নিশ্চিত করেন।


     এই বিভাগের আরো খবর