,

শহরের বৃহৎ দুই মাছ বাজারে ওজনে কম দিচ্ছেন ব্যবসায়ীরা

স্টাফ রিপোর্টার : হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার ও শায়েস্তানগর মাছ বাজারে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। কয়েক বছর আগে দাড়িপাল্লার প্রচলণ থাকলেও বর্তমানে ডিজিটাল মেশিনে ওজন পরিমাণ করা হয়। আর এ ওজনের মাঝেই কৌশলে মাছ বিক্রেতারা প্রতিকেজিতে ১শ থেকে দেড়শ গ্রাম কম দিচ্ছেন। এ রকম বেশ কয়েকটি ঘটনা ধরা পড়লেও তারা অনিচ্ছাকৃত ভুল বলে সমাধান করেন। তবে ক্রেতাদের অভিযোগ এটা ইচ্ছাকৃত। অর্থাৎ মানুষকে ঠকানোর কৌশল হিসেবে কেজিতে ১ শ গ্রাম কম দিলে ২০ থেকে ৫০ টাকা লাভ হয় তাদের। মাছ ক্রয় করে ওজন দেয়ার আগেই তারা ডিজিটাল মেশিনের সুইচ দিয়ে দেন। যার ফলে মাছ রাখার আগেই ৯ শ গ্রাম মাছ ১ কেজি হয়ে যায় আবার ১৮ শ গ্রাম মাছ দুই কেজি হয়ে যায়। এরকম করেই দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা তাদের ব্যবসা করছেন। ক্রেতারা মাছ বাজারের ব্যবসায়ীদের মনিটরিং করার দাবি জানিয়েছেন।


     এই বিভাগের আরো খবর