,

শহরে চেক জালিয়াতি মামলায় সুব্রতের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : চেক জালিয়াতির মামলায় সুব্রত পালকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত একই সাথে ১৩ লাখ টাকা জরিমানা প্রদানেরও নির্দেশ দেয়া হয়। গত রবিবার (১৩ নভেম্বর) হবিগঞ্জ আদালতের বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ মোহাম্মদ শহিদুল আমিন এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৪ সালে ব্যক্তিগত প্রয়োজনে বাদী বিকাশ পালের কাছ থেকে ১৩ লাখ টাকা গ্রহন করেন হবিগঞ্জ পৌর এলাকার মৃত সাধন পালের পুত্র সুব্রত পাল (৪২)। টাকা গ্রহনের পর একাধিক সালিশ বিচার হলেও দেই দিচ্ছি বলে নানা অযুহাতে সময় পার করে সুব্রত। এক পর্যায়ে কোন উপায়ন্তর না পেয়ে আদালতে মামলা দায়ের করেন বিকাশ পাল।
মামলাটি দীর্ঘদিন চলমান থাকার পর আদালত বিবাদী সুব্রত পালকে ১ বছরের জেল ও ১৩ লাখ টাকা জরিমানা প্রদান করেন। এদিকে, আদালতে সাজার রায় হলেও দীর্ঘদিন ধরে পলাতক রয়েছে সুব্রত পাল। সে ডাকঘর এলাকার বাসিন্দা। এ ছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন এনজিওর টাকা আত্মসাত, সাংবাদিকদের টিভির প্রতিনিধি করে দেয়ার দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।


     এই বিভাগের আরো খবর