,

আজ শোকাবহ সেই ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর ৪০তম শাহাদতবার্ষিকী

স্টাফ রিপোর্টার ॥ স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী আজ। শোকাবহ ১৫ই আগস্ট। জাতীয় শোক দিবস। জাতির জন্য কলঙ্কময় এক দিন। ১৯৭৫ সালের এই দিনে জাতি হারিয়েছে স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ঘাতকরা নির্মমভাবে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যা করে ইতিহাসের এক কলঙ্কময় অধ্যায়ের জন্ম দেয়। পাষণ্ড ঘাতকের বুলেট থেকে রেহাই পায়নি ছোট্ট শিশু রাসেলও। বঙ্গবন্ধু ও পরিবারের সদস্যদের ৪০তম শাহাদতবার্ষিকীতে শোক আর শ্রদ্ধায় পুরো জাতি স্মরণ করবে তাদের। যুদ্ধাপরাধীদের বিচার আর বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিও উচ্চারিত হবে শোক দিবসের নানা অনুষ্ঠানে। দিবসটি উপলক্ষে সরকারিভাবেও বিস্তারিত কর্মসূচি পালন করা হয়েছে। আওয়ামী লীগ আগস্টের শুরু থেকে ৪০ দিনের শোক কর্মসূচি পালন করে আসছে।


     এই বিভাগের আরো খবর