,

প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জে পরিবহন ধর্মঘট প্রত্যাহার ॥ বাস চলাচল শুরু

জুয়েল চৌধুরী ॥ বৈঠক শেষে প্রশাসনের আশ্বাসে হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিক-শ্রমিকরা। ফলে গতকাল সোমবার (২১ নভেম্বর) সন্ধ্যা থেকেই বাস চলাচল শুরু করেছে। সোমবার (২১ নভেম্বর) হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সাধারন সম্পাদক শংখ শুভ্র রায় এ বিষয়টি নিশ্চিত করেছেন।
গত শুক্রবার (১৮ নভেম্বর) থেকে সরকারি বাসস্ট্যান্ডে গাড়ী নিয়ে যেতে প্রশাসনের বাঁধা ও অবৈধ সিএনজি অটোরিক্সা চলাচল বন্ধের দাবীতে অর্নিদিষ্টকালের ধর্মঘট শুরু করে জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। তিনদিন ধর্মঘটের পর সোমবার বিকেলে জেলা প্রশাসক ইশরাত জাহানের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিকদের একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমিকদের দাবী মেনে নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহার করে মালিক-শ্রমিকরা। এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক শড়খ শুভ্র রায় জানান, প্রশাসনের বৈঠকে দীর্ঘ আলোচনায় মহাসড়কে অবৈধ যানবাহনের বিরেুদ্ধে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে এবং নবীগঞ্জের সালামতপুর বাসস্ট্যান্ডের ঘটনায় ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যব¯’া গ্রহণের আশ্বাস প্রদান করেছেন। উল্লেখ্য, গত শুক্রবার থেকে পরিবহন ধর্মঘট পালন করে আসছিল শ্রমিক-মালিকরা। এতে হবিগঞ্জে ব্যাপক জনদুর্ভোগ সৃষ্টি হয়।


     এই বিভাগের আরো খবর