,

টিভি নাটকে বিশ্বকাপ উন্মাদনা

সময় ডেস্ক : ফুটবল জ্বরে কাঁপছে বিশ্ব। এই খেলা ঘিরে উন্মাদনা ছড়িয়েছে চারদিকে। ছোঁয়া লেগেছে টিভি নাটকেও। বিশ্বকাপ সামনে রেখে নির্মিত হয়েছে বেশ কিছু নাটক। খণ্ড নাটকের পাশাপাশি রয়েছে ধারাবাহিকও। আবার পুরোনো কিছু ধারাবাহিকেও ঢুকেছে ফুটবলের গল্প। মিজানুর রহমান আরিয়ান নির্মাণ করেছেন নাটক ‘জার্সি’। এতে তৌসিফ ও জোভানের সঙ্গে দেখা যাবে তারকা অভিনেত্রী কেয়া পায়েলকে। সম্প্রতি রাজধানীর মিরপুরে নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে। জোভান বললেন, ‘দুই বন্ধুর ফুটবল উন্মাদনা ঘিরেই নাটকের গল্প। এতে হাস্যরসের পাশাপাশি ফুটবল খেলার প্রতি তারুণ্যের আবেগ-ভালোবাসা ফুটে উঠেছে।’ নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। ব্রাজিল ও আর্জেন্টিনাকে নিয়ে নাটক নির্মাণ করেছেন কাজল আরেফিন অমি। নাটকের নাম ‘ব্যাচেলর ফুটবল’। এ নাটকে অভিনয় করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’-এর অভিনেতারা। নাটকে ব্রাজিলের নেতৃত্বে জিয়াউল হক পলাশ আর আর্জেন্টিনার নেতৃত্বে মিশু সাব্বিরকে দেখা যাবে। রেফারির ভূমিকায় রয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি নিজেই। নির্মাতা জানিয়েছেন, বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশে সবচেয়ে আলোচনায় থাকা দুই দল ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের কথা ভেবে হাসির এই নাটক নির্মাণ করেছি। বিনোদনের মধ্যে দিয়েই এ নাটকে মেসেজও পাবেন দর্শকরা। নাটকটি মঙ্গলবার ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে প্রচার হলে ৩ ঘন্টায় ১ মিলিয়নের মাইফলক রেকর্ড গড়ে। আর্জেন্টিনা ও ব্রাজিলের সাপোর্টার দুই বন্ধুর মধ্যে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। এটি নির্মাণ করেছেন মুহাম্মদ মিফতাহ আনান।
পুরান ঢাকার বিভিন্ন লোকেশনে সম্প্রতি শেষ হয়েছে এর শুটিং। এতে অভিনয় করেছেন তৌসিফ, জোভান প্রমুখ। মিফতাহ আনান বলেন, পুরোপুরি কমেডি ধাঁচের নাটক ‘ঢাকাইয়া ওয়ার্ল্ডকাপ’। এতে বিশ্বকাপ ফুটবল আসরের উন্মাদনা তুলে ধরার চেষ্টা করেছি। ২৫ নভেম্বর একটি বেসরকারি টিভিতে প্রচারের পর নাটকটি ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে। মাবরুর রশিদ নির্মাণ করেছেন সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা-রিলোডেড।’
সম্প্রতি রাজধানীর মেরাদিয়ায় এর দৃশ্যধারণ হয়েছে। ২৪ নভেম্বর থেকে ১০ পর্বের এ ধারাবাহিকটি প্রচার হবে এটিএন বাংলায়। পরে ‘গোল্লাছুট’ ইউটিউব চ্যানেলে প্রচার হবে। একটি মহল্লার মধ্যে খেলা কতটা উত্তেজনা দিতে পারে তা উঠে আসবে এ নাটকে। এতে অভিনয় করেছেন- আরশ খান, জাহের আলভী, কচি খন্দকার, ফারুক আহমেদ, সামিনা বাশার প্রমুখ। বান্নাহ বলেন,’গত বিশ্বকাপে ফুটবল নিয়ে নাটক করেছি। এটি দর্শক পছন্দ করেছেন। আশা করছি, এবারের নাটকটি দর্শকের মন ভরাবে।’ নাগরিক টিভির প্রচার চলতি ‘বউ বিরোধ’ ধারাবাহিকের নতুন পর্বগুলোতে দেখা যাচ্ছে বিশ্বকাপকে কেন্দ্র করে গল্প। এতে অভিনয় করেছেন- চিত্রলেখা গুহ, নাদিয়া আহমেদ, ফারজানা ছবি প্রমুখ। এটি পরিচালনা করছেন সোহাগ কাজী। গল্পে দেখা যায়, একটি গ্রামের দুই বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া লেগেই থাকে। বিশ্বকাপ ঘিরে কোন্দল চরম আকার ধারণ করে। এ নিয়ে ঘটে নানা ঘটনা। এতে অভিনয় প্রসঙ্গে ফারজানা ছবি বলেন, ‘শিল্পীরা সবাই বন্ধু। পর্দার পেছনে নানা হাস্যরসে মেতে উঠি। ক্যামেরার সামনে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাগযুদ্ধে লিপ্ত হচ্ছি। এ বিষয়টি খুবই আনন্দের।’
এ ছাড়া অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির, শামীম জামানসহ আরও কয়েকজন নির্মাতা ফুটবল বিশ্বকাপ ঘিরে নাটক নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।


     এই বিভাগের আরো খবর