,

নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হিমেলের আয়োজনে ৩ দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী কীর্তন শুরু

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল এবং ব্যবসায়ী শিবু পাল, গংগেশ পাল, গৌতম কুমার পাল ও শ্যামল পালের আয়োজনে প্রয়াত পিতা গুরু কুমার পাল জান্টু, মাতা অঞ্জলি রানী পাল ও পূর্বপুরুষদের বিদেহী আত্মার শান্তি কামনায় কানাইপুর অঞ্জলি নিকেতনে ৩ দিনব্যাপী অষ্টপ্রহরব্যাপী কীর্তন শুরু হয়েছে। গতকাল বুধবার অধিবাস ও অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। এতে গীতাপাঠ করেন বিশিষ্ট গীতা পাঠক শ্রী পংকজ ভট্টাচার্য্য, মংগল ঘট স্থাপন করেন গৌর গোপাল গোস্বামী। ওস্তাদ দিপেন্দু দাশ দ্বীপ এবং ওস্তাদ রাখাল দাশের সার্বিক পরিচালনায় এতে ভজন সংগীত পরিবেশন করেন, পারমিতা দাশ মৌ, প্রমা দাশ, সোমা দাশ, কল্পনা সরকার, স্বর্নালী দাশ, লাবন্য দাশ লিলি, শুভশ্রী পাল সেজুতি, অনামিকা পাল, সেজুতি পাল প্রমি, তন্নী দাশ, শ্রাবনী রায়, লিলা পদ দাশ, ঐশি ভট্টাচার্য, দিয়া গোপ, মুন্নী দাশ, প্রাচী পুরকায়াস্থ, অরিজিত পাল প্রমুখ। এতে অধিবাস কীর্তন পরিবেশন করেন কমলগঞ্জের পদাবলী কীর্তনীয়া নারায়ন পাল।
আজ বৃহস্পতিবার ব্রাহ্ম মুহুর্ত হইতে অষ্টপ্রহরব্যাপী কীর্তন এবং আগামীকাল শুক্রবার দুপুরে দধিভান্ডের মাধ্যমে উৎসবের সমাপনী সকল অনুষ্টানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়। উল্লেখ্য এতে কীর্তন পরিবেশন করবেন সাতক্ষিতার কুমারী আশালতা মন্ডল, সিলেটের বিধু কুমার চন্দ, বালাগঞ্জের রুপম ধর, কমলগঞ্জের নারায়ন পাল কীর্তনীয়া।


     এই বিভাগের আরো খবর