,

ঝুকিপূর্ণ ভবনে মাধবপুরের ৪ ইউনিয়ন পরিষদের কার্যক্রম

শেখ জাহান রনি, মাধবপুর ॥ ইউনিয়ন পরিষদ হলো গ্রামের সাধারণ মানুষের সবচেয়ে কাছের সেবামূলক প্রতিষ্ঠান। এ জন্য বলা হয়ে থাকে ইউনিয়ন পরিষদ হলো স্থানীয় সরকারের সবচেয়ে জনপ্রিয় একটি প্রতিষ্ঠান। দেশের স্থানীয় পর্যায়ে অত্যন্ত জনগুরুত্বপূর্ণ ও শক্তিশালী একটি প্রতিষ্ঠান হচ্ছে ইউনিয়ন পরিষদ। কিন্তু হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৪ ইউনিয়ন পরিষদ ভবনের জরাজীর্ণ অবস্থা হলেও নজর নেই কর্তৃপক্ষের।
সরেজমিনে অনুসন্ধানে জানা গেছে, মাধবপুর উপজেলায় রয়েছে ১১টি ইউনিয়ন পরিষদ। ৭টি ইউনিয়ন পরিষদে কমপ্লেক্স হয়েছে এবং পুরাতন ভবনে চৌমুহনী, আদাঐর, শাহজাহানপুর, ও জগদীশপুর ইউনিয়নের কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর মধ্যে চৌমুহনী, শাহজানপুর ও জগদীশপুর এই ৩টি ইউনিয়ন পরিষদ অধিকতর ঝুঁকিপূর্ণভাবে সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের মাধবপুর উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, ভূমি সংকটের কারণে চারটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করা সম্ভব হয়নি। আগে একটি কমপ্লেক্স ভবন করতে ৫০ শতক ভূমির প্রয়াজন ছিল। এখন ২৫ শতক ভূমি হলে কমপ্লেক্স ভবন করা যায়। যে চারটি ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ বাকি রয়েছে চেয়ারম্যানগণ ২৫ শতক ভূমি দিলে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে পাঠানো হবে।


     এই বিভাগের আরো খবর