,

এসএসসি পরীক্ষায় বাহুবলে পাসের হার ৭৪.৩২ দাখিলে ৮২.৪৫ ॥ জিপিএ ১০৮টি

জুবায়ের আহমেদ,বাহুবল ॥ গতকাল সোমবার সারাদেশের ন্যায় বাহুবলে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বাহুবলে এবারের এসএসসিতে ৭৪.৩২ শতাংশ এবং দাখিলে ৮২.৪৫ শতাংশ কৃতকার্য হয়েছে। পুরো উপজেলায় এসএসসিতে জিপিএ-৫ এসেছে ১০৬টি এবং দাখিলে ২টি জিপিএ-৫ এসেছে। এ বছর উপজেলার ১৪টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৩৬৬ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন, তার মধ্যে ১৭৫৮ জন কৃতকার্য হয়েছে। এসএসসিতে মোট জিপিএ-৫ এসেছে ১০৬টি।
উপজেলার ৬টি দাখিল মাদ্রাসা থেকে ১৭১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করেন এর মধ্যে ১৪১ জন কৃতকার্য হয়েছে। দাখিলে জিপিএ-৫ এসেছে ২টি। উপজেলায় সবচেয়ে বেশি জিপিএ-৫,পেয়েছে আদর্শ বিদ্যানিকেতন ভুলকোট। এ প্রতিষ্ঠানে জিপিএ-৫ এসেছে ২০টি পাসের হার ৮৭.১২ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে শাহ জালাল মাধ্যমিক বিদ্যালয়।
এদিকে সারা দেশের ফলাফল থেকে জানা যায়, এ বছর মোট পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৯৩.৫৮ শতাংশ। যা গত বছরের তুলনায় ৬ দশমিক ১৪ শতাংশ কম। এ বছর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী।


     এই বিভাগের আরো খবর