,

হবিগঞ্জে বঙ্গবন্ধুর শোক দিবসে জেলা প্রশাসনের উদ্যাগে শহরে শোক র‌্যালি ও মৌন মিছিল

মাহফুজ নয়ন ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী ও শোক দিবস উপলক্ষে হবিগঞ্জ জেলার সর্বোত্র বিনম্র শ্রদ্ধায় দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী হবিগঞ্জে আয়োজিত চিকিৎসা ক্যাম্পে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিনামূল্যের এ চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে আসেন জেলার দূর-দূরান্ত থেকে বিপুলসংখ্যক লোকজন। হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে যৌথভাবে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করে জেলা প্রশাসন, জেলা স্বাস্থ্য বিভাগ, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) জেলা শাখা। সকাল থেকেই চিকিৎসা সেবা নিতে আসা নারী-শিশু ও পুরুষদের দীর্ঘ লাইন দেখা যায়। দুপুর ১টা পর্যন্ত ক্যাম্পের ১৫টি বুথে চিকিৎসা সেবায় নিয়োজিত শতাধিক চিকিৎসক অন্তত ৩ সহস্রাধিক রোগী দেখেন। ক্যাম্পে মেডিসিন (পুরুষ-নারী), সার্জারি, গাইনি ও প্রসূতি, হৃদরোগ, শিশুরোগ, নাক, কান ও গলা, ডায়াবেটিক, দন্ত, চক্ষু, চর্ম ও যৌন, অর্থোপেডিক (হাড় ভাঙা-জোড়া), আয়ুর্বেদিক (হারবাল), হোমিওপ্যাথি, ফিজিওথেরাপি চিকিৎসা, সুন্নতে খতনা, রক্তের গ্র“প নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানের ব্যবস্থা করা হয়েছে। এদিকে, এ ক্যাম্পে চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি ছিল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেনটেটিভ অ্যাসোসিয়েশন ও কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি জেলা শাখার সৌজন্যে বিনামূল্যে ওষুধের ব্যবস্থা। এখানে সাধারণ জ্বরের ওষুধ থেকে শুরু করে দামী অ্যান্টিবায়োটিকও দেওয়া হয় রোগীদের। হোমিওপ্যাথি চিকিৎসক মাওলানা আনোয়ার আলী বলেন, রোগীদের প্রচুর ভিড়, তবে চিকিৎসা সেবা দিতে পেরে আমরা খুশি। স্বেচ্ছায় রক্তদান বিভাগে দায়িত্বরত হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা প্রযুক্তিবিদ ইমতিয়াজ তুহিন চৌধুরী জানান, মোট ৩১২ জনের রক্তের গ্র“প নির্ণয় করা হয়েছে। এছাড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফসহ ৩৬ জন স্বেচ্ছায় রক্ত দিয়েছেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ জানান, বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ৬ সহস্রাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান ও ৭ লাখ টাকার ওষুধ দেওয়া হয়েছে। এছাড়া ৮ জনকে সুন্নতে খতনা ও ৩ শতাধিক রোগীকে ফিজিওথেরাপি দেওয়া হয়েছে বলে জানান তিনি। হবিগঞ্জ কালেক্টরেটে সকাল ১০থেকে বিকেল ৫টা পর্যন্ত ফি মেডিকেল ক্যাম্প এর উদ্ভোধন করেণ হবিগঞ্জ-লাখাই আসনের সংদসদস্য এডভোকেট মোঃ আবু জাহির। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সাবিনা আলম, সিভিল সার্জন মোঃ শফিকুল ইসলাম ও আওয়ামী নেত্রীবৃন্দ। জেলা প্রশাসনের আয়োজনে সকালে শহরে শোক র‌্যালি ও মৌন মিছিল বের করা হয়। তাছাড়াও সরকারী বেসরকারী ও ব্যবসা প্রতিষ্টানে কালো প্রতাকা উত্তোলন করা হয়। হবিগঞ্জে বিনম্র শ্রদ্ধায় শোক দিবস পালিত হয়েছে।


     এই বিভাগের আরো খবর