,

আজমিরীগঞ্জে পাসের হার ৮৬ জিপিএ ২৬ জন

হাবিবুর রহমান রিয়াদ, আজমিরীগঞ্জ ॥ আজমিরীগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৬ জন পরীক্ষার্থী। চলতি বছরে আজমিরীগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষায় ৯টি বিদ্যালয় এবং ১টি মাদ্রাসা থেকে ১ হাজার ২৫ জন পরীক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করেন। এর মধ্যে পাশ করেছেন ৮৬৯ জন। পাশের হার শতকরা ৮৬.১৮ ভাগ। গতকাল সোমবার প্রকাশিত এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি ও সমমানের) পরীক্ষায় এই উপজেলার ১০টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২৬ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে উপজেলায় যৌথভাবে শীর্ষে রয়েছে মিযাধন মিয়া বালিকা উচ্চ বিদ্যালয় এবং হাজী আব্দুল হেকিম ভুঁইয়া উচ্চ বিদ্যালয়। এই দুটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬ জন করে মোট ১২ জন জিপিএ ৫ পেয়ে শীর্ষে রয়েছে। দ্বিতীয় অবস্থানে যৌথ ভাবে রয়েছে আজমিরীগঞ্জ এ্যামালগেমেটেড বীর চরণ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও শিবপাশা উচ্চ বিদ্যালয়। এই দুটি বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্ত ৩ জন করে মোট ৬ জন। তৃতীয় অবস্থানে যৌথ ভাবে রযেছে ৪টি বিদ্যালায়, জলসুখা কৃষ্ণ গোবিন্দ পাবলিক উচ্চ বিদ্যালয় ২ জন, পাহাড়পুড় বসন্ত কুমার পাবলিক উচ্চ বিদ্যালয় ২ জন, পশ্চিমভাগ উচ্চ বিদ্যালয় ২ জন এবং সাতগাঁও পাবলিক উচ্চ বিদ্যালয়ে ২ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।


     এই বিভাগের আরো খবর