,

সুস্থ থাকতে হলে পুষ্টিকর খাদ্যভ্যাস গড়ে তুলতে হবে :: বাহুবল উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভা

বাহুবল প্রতিনিধি : জনসাধারণকে সুস্থ থাকার প্রয়োজনে পুষ্টিকর খাবার গ্রহণের পরামর্শ দিতে হবে। পুষ্টিকর খাদ্যভ্যাস ব্যতিত কোন মানুষ সুস্থ থাকতে পারে না। অতএব প্রত্যককে তাদের নিজ নিজ আঙ্গিনায় বা পরিত্যাক্ত জায়গায় বিষমুক্ত শাক-সবজি চাষ করতে উদ্বুদ্ধ করতে হবে। বিষমুক্ত খাবার গ্রহণই পারে মানুষকে সুস্থ রাখতে। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় বাহুবল উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় অংশগ্রহণকারী এ আলোচনাগুলো করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মহুয়া শারমিন ফাতেমার সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. বাবুল কুমার দাশের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ খলিলুর রহমান, ভাইস চেয়ারম্যান নিলুফার ইয়াছমিন, বাহুবল মডেল প্রেসক্লাবের সভাপতি নূরুল ইসলাম নূর, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নূরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন রাহিম, আ.ফ.ম. উস্তার মিয়ার তালুকদার, কামরুজ্জামান বশির, পুটিজুরী এসসি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক পংকজ কান্তি গোপ, আজকের পত্রিকার বাহুবল প্রতিনিধি মনিরুল ইসলাম শামিম, উপজেলা শিক্ষা কমকর্তা হাসান মোহাম্মদ জুনাইদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হামিদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুমেন চন্দ্র কর প্রমুখ।


     এই বিভাগের আরো খবর