,

মাধবপুরে সোনাই নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলন এক্সেভেটর ও ট্রাক্টর জব্দ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সোনাই নদী থেকে রাতের আধারে অবৈধ ভাবে এক্সেভেটর দিয়ে মাটি কেটে বিক্রি করার সময় পুলিশ একটি এক্সেভেটর ও ২ টি ট্রাক্টর আটক করেছে।
সোমবার রাতে পুলিশ উপজেলার আদাঐর ইউনিয়নের আতকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে সোনাই নদী থেকে অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে একটি এক্সেভেটর ও ২ টি ট্রাক্টর আটক করে। মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, সোনাই নদী থেকে অবৈধ ভাবে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ টি ট্রাক্টর আটক করে। এই সময় মাটি পাচারকারীরা পালিয়ে যায়।
এদিকে সোনাই নদী থেকে অবৈধ ভাবে মাটি পাচার বন্ধ করার জন্য আতকাপাড়া গ্রামের মৃত কদু মিয়ার ছেলে মোঃ ফারুক মিয়া উপজেলা নিবার্হী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন গোয়ালনগর গ্রামের আবেদুর রহমান, আতকাপাড়া গ্রামের আলী আকবর মিয়া, ফারুক মিয়া, মাসুক মিয়া ,রঙ্গু মিয়া রাতের আধারে সোনাই নদী থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি করে।


     এই বিভাগের আরো খবর