,

আহম্মদাবাদে সমবায় সমিতির ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ সম্পন্ন

চুনারুঘাট প্রতিনিধি ॥ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নে প্রস্তাবিত একতা স্যানেটারী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অংশগ্রহণে অর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই সমবায় সমিতি গঠনের ল্েয সমবায় সমিতি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার বিকেলে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ হলরুমে চুনারুঘাট উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও আইডিই বাংলাদেশের স্যানমার্কএস-২ প্রকল্পের সার্বিক সহযোগীতায় প্রশিণসহ এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
একতা স্যানেটারী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মোঃ আব্দুর রউফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ দিদার হোসেনের পরিচালনায় প্রশিক্ষণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মমতাজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা সমবায় কর্মকর্তা কান্তিভূষণ সেন গুপ্ত ও আই ডি ই বাংলাদেশ বিজনেস ডেভেলপমেন্ট কর্মকর্তা মোঃ রোকুনুজ্জামানসহ আরো অনেকেই। সমবায় সমিতি ব্যবস্থাপনা সংক্রান্ত প্রাক-নিবন্ধন প্রশিক্ষেণ ২৬ জন পুরুষ ও ২ জন মহিলাসহ সর্বমোট ২৮ জন প্রশিণার্থী অংশগ্রহণ করেন। এর আগে আমুরোড দণি বাজারে একতা স্যানেটারী ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অফিস উদ্বোধন করা হয়।


     এই বিভাগের আরো খবর