,

লাখাইয়ে আনসার ও ভিডিপিউপজেলা সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ -২০২২ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ ঘটিকায় উপজেলা হ্যালিপ্যাড মাঠে “উপজেলা সমাবেশ” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউ,এন,ও) মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও উপজেলা প্রশিক্ষক মুর্শেদ জাহিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট অরুপ রতন পাল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুনু মিয়া।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ইউনিয়ন কমান্ডার মোঃ রায়হান, গীতা পাঠ করেন ইউনিয়ন দলনেতা ভক্তনন্দ দাস। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন উপজেলা কমান্ডার মোঃ সিরাজুল ইসলাম, ইউনিয়ন কমান্ডার লাভলী দেব, আলা উদ্দিন। আলোচনায় অংশ নেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মকর্তা শাকিল খন্দকার, প্রানী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, লাখাই উপজেলা প্রেসক্লাব সভাপতি আবুল কাসেম।সমাবেশে বক্তাগন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কর্মকান্ডের বিশদ বিবরন তুলে ধরে বলেন দেশের কল্যাণে কাজ করছে তারা। দেশের যেকোন প্রয়োজনে তারা সদা প্রস্তুত। তারা ঝুঁকি নিয়ে কাজ করে আসছেন। কিন্তু সে অনুপাতে তারা ভাতা পায় না। তাদের এ ভাতা বাড়ানো সময়ের দাবী। তাদের ভাতা বৃদ্ধি ও দুই ইউনিট রেশন প্রদানে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করা হয়। প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট অরুপ রতন পাল বলেন বর্তমান সরকার আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি যথেষ্ট আন্তরিক। তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমাবেশে প্রধান অতিথি ও অতিথি বৃন্দকে আনসার ভিডিপি দপ্তরের পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। সমাবেশে আনসার ভিডিপি সদস্যদের মধ্য থেকে ইউনিয়ন কমান্ডার, দলনেতাদের মাঝে উপহার হিসেবে ৫ টি বাইসাইকেল ও ১০ টি ছাতা তুলে দেন অতিথিবৃন্দ।


     এই বিভাগের আরো খবর