,

নবীগঞ্জে গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে বিএনপির বিক্ষোভ

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রেফতারকৃত নেতাদের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি। শুক্রবার (২ ডিসেম্বর) বিকেলে নবীগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে বিএনপি। এ সময় পুলিশ বাঁধা দিলে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় ।
নবীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল আলীম ইয়াছিনীর সভাপতিত্বে ও বিএনপি নেতা অলিউর রহমান অলি সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় সদস্য শেখ সুজাত মিয়া।
বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক চেয়ারম্যান আব্দুল মুক্তাদির চৌধুরী, নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মুশফিকুজ্জামান চৌধুরী নোমান, উপজেলা শ্রমিকদলের সভাপতি মুর্শেদ আহমদ, নবীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, পৌর যুবদলের সাবেক আহবায়ক শাহেদুল ইসলাম চৌধুরী রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ছায়েদ আহমদ, বিএনপি নেতা জাহাঙ্গীর চৌধুরী, রুহেল আহমদ, সেলিম আহমদ, রশময় শীল, ময়না মিয়া, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আল আমিন তালুকদার, যুবনেতা আল আমিন, আবুল কালাম মিঠু, আলী নুর পাশা, আনচার মিয়া, এবাদুর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলাম, পৌর ছাত্রদল সিনিয়র যুগ্ম আহবায়ক সোহাগ চৌধুরী, ছাত্রনেতা মজিদ মিয়া, রুপন আহমদ, শাহজাহান আহমেদ, আজিজুর রহমান, ফরহাদ আহমদ, শাকিল আহমেদ, অন্তর মিয়া, রুখন চৌধুরী, আতিকুর রহমান, শাহিন চৌধুরী, রাকিব, ইমরান চৌধুরী, মামুন মিয়া, আতাউর রহমান, জুবায়ের প্রমুখ ।
বক্তব্যে সাবেক এমপি শেখ সুজাত মিয়া অভিযোগ করে বলেন- প্রধানমন্ত্রী ক্ষমতা হারানোর ভয়ে নিরীহ নেতাকর্মীদের মিথ্যা বানোয়াট গায়েবি মামলা দিয়ে হয়রানি করছে। জনগণ জেগে ওঠেছে আন্দোলনের মুখে শেখ হাসিনা পালানোর পথ খুঁজে পাবেনা। তিনি- বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শিহাব আহমেদ চৌধুরী, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি এনাম উদ্দিন, দেবপাড়া ইউনিয়ন শ্রমিক দলের বকুল মিয়া, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মকবুল হোসেন চৌধুরীসহ সকল গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।


     এই বিভাগের আরো খবর