,

নবীগঞ্জে স্কাই লাইট টাওয়ারের সামনের ফুটপাত দখল করে গাড়ি পার্কিং ও টং দোকান ব্যবসা

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ পৌর শহরের শেরপুর সড়কের অতি পরিচিত স্কাই লাইট টাওয়ার ও স্কাই ভিউ বাস ভবনের সামনের অতিব্যস্ততম ফুটপাত দখল করে যেথায় সেথায় গাড়ী পার্কিং ও টং দোকান বসিয়ে পথচারী ও মার্কেটসহ ফুটপাত দিয়ে যাতায়াতকারী পথচারীদের প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন একশ্রেণির অসাধু প্রভাবশালীরা। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারী ও উক্ত মার্কেটে তথা আবাসিক এলাকায় চলাচলরত সাধারণ মানুষদের। দীর্ঘদিন ধরে এভাবে ফুটপাত দখল করে রাখলেও রহস্যজনক কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিচ্ছে না বলে স্থানীয়দের অভিযোগ। পথচারী লেবু মিয়া, সুমন মিয়া, আমির উদ্দীন আরো অনেকেই বলেন শেরপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের এই ফুটপাত দখলের কারণে আমরা পথচারীদের যাতায়াতে খুবই প্রতিবন্ধকতার শিকার হতে হয়। রাস্তার মাঝখানে টং দোকান ও ট্রাক গাড়ি পার্কিং এটা যেন প্রতিদিনের একটি মারাত্মক সমস্যা। এই ফুটপাত যদিও পথচারীদের যাতায়াতের রাস্তা তবে জবর দখল করে রেখেছেন অসাধু প্রভাবশালী মহলের লোকজন। এদিকে শহরের স্বনামধন্য বানিজ্যিক ব্যবসা প্রতিষ্ঠান ও স্কাই লাইট টাওয়ার ও স্কাই ভিউ বাসভবনের স্বত্বাধিকারী যুক্তরাজ্যে প্রবাসী মোঃ মোহন মিয়া বলেন, আমরা প্রবাসীরা স্বদেশের মাটিতে নাড়ীর টানে আলীশান জীবন ত্যাগ করে কোটি কোটি টাকা বিনিয়োগ করে আলীশান মার্কেট অট্টালিকা ও ব্যবসা প্রতিষ্ঠান বা স্থাপনা করেছি। আরো কোটি কোটি টাকা বিনিয়োগ করার ইচ্ছে ছিল কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের বাসা বাড়ী ও মার্কেটের সামনের ফুটপাত একশ্রেণির অসাধু প্রভাবশালী মহল কর্তৃক জবর দখলের ফলে দেশে আর কোনো বিনিয়োগ করার ইচ্ছে নেই। যদিও এনিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছি, তবুও কাজের কাজ আজঅবদি হচ্ছে না শহরের বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা ও ফুটপাত অবমুক্ত হলেও রহস্যজনক কারণে বছরের পর বছর ধরে এই ফুটপাত এখনো দখল মুক্ত হচ্ছে না। তিনি বলেন আমরা প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।


     এই বিভাগের আরো খবর