,

দক্ষিণ দৌলতপুর হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল ক্যাডেট মাদরাসার ৭টি এ+ সহ শতভাগ সফলতা অর্জন

স্টাফ রিপোর্টার : নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের দক্ষিণ দৌলতপুর গ্রামের অবস্থিত তিনশত ষাট আউলিয়া স্মৃতিপরিষদ কর্তৃক পরিচালিত হযরত শাহজালাল লতিফিয়া আইডিয়াল ক্যাডেট মাদরাসার ২০২২ইং সালের দাখিল পরিক্ষায় শতভাগ সফলতা অর্জন করেছে। বিগত বছরগুলোর ন্যায় এ বছর ও প্রতিষ্ঠানটি সিলেট বিভাগের অন্যতম শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে ফলাফল অর্জন করেছে। এ বছর দাখিল পরিক্ষায় ১৫ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে ৭ জন জিপিএ ৫ (এ+) এবং ৮ জন এ গ্রেডে উত্তীর্ণ হয়ে শতভাগ পাশের হারের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। প্রতিষ্ঠানটি লেখা-পড়ার পাশাপাশি আমল-আখলাক ও সুন্নতে নববির অনুসরণের মাধ্যমে তাদের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে, প্রতি বছরই ৬ থেকে ৭ টি জিপিএ ৫ পেয়ে সফলতা অর্জন করে যাচ্ছে। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মুফতি মুজিবুর রহমান এ প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক, অভিভাবক শু ভানুধ্যায়ী ও মাদরাসার সদস্যগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রকৃত আলেম হিসেবে গড়ে তুলতে ছাত্রদের এই প্রতিষ্ঠানে ভর্তির আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এই প্রতিষ্ঠানে ফজরের পরে সুরা ইয়াসিন তিলাওয়াত, মক্তব ও হাতের লেখা, যুহরের পর খতমে খাজেগান, বাদ আসর খেলাধুলা, বাদ মাগরিব আওয়াবিন নামাজ ও সুরা ওয়াকিয়া তিলাওয়াত এবং বাদ এশা সুরা মুলক তিলাওয়াত দুরুদ-ইস্তিগফার এবং রাত ১১ টা পর্যন্ত আরবি-ইংলিশ বেসিক কোর্স করানো হয়, যার ফলে ইলিম-আমলের সম্বয়ে ছাত্ররা যোগ্য আলেম হিসেবে গড়ে উঠে। প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির দায়িত্বশীলগণ প্রতিষ্ঠানটিতে বৃত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান।


     এই বিভাগের আরো খবর